Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal: শনিবার থেকেই হয়তো মাঠে ইস্টবেঙ্গল, কোচ আসছেন কবে?

ডেভলেপমেন্ট লিগ আর রিজার্ভ দলে খেলা ফুটবলাররাই খেলবেন কলকাতা লিগে। গত মরসুমে বিনোর কোচিংয়ে ডেভলেপমেন্ট লিগে ভালোই পারফর্ম করে ইস্টবেঙ্গল।

East Bengal: শনিবার থেকেই হয়তো মাঠে ইস্টবেঙ্গল, কোচ আসছেন কবে?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 4:17 PM

কলকাতা: অন্য দুই প্রধান অনুশীলন শুরু করে দিলেও, ইস্টবেঙ্গল (East Bengal) এখনও মাঠে নামেনি। দরজায় কড়া নাড়ছে কলকাতা ফুটবল লিগ (CFL 2023)। শীঘ্রই প্রিমিয়ার ডিভিশনের সূচি প্রকাশ করবে আইএফএ। ২৫ তারিখ থেকে শুরু কলকাতা লিগ। মোহনবাগান, মহমেডান স্পোর্টিং সোমবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে। কলকাতা লিগে মোহনবাগানের ডেভলেপমেন্ট টিমই খেলবে। কোচিং করাবেন বাস্তব রায়। অন্য দিকে মহমেডান স্পোর্টিংয়ে কোচিং করাচ্ছেন মেহরাজউদ্দিন ওয়াডু। কলকাতা লিগে ইস্টবেঙ্গলের কোচিং করাবেন বিনো জর্জ। এখনও শহরে আসেননি লাল-হলুদের কোচ। বৃহস্পতিবার কলকাতায় আসার কথা বিনোর। ইতিমধ্যেই তাঁকে শহরে ফেরার টিকিট পাঠিয়ে দিয়েছে ক্লাব। চিকিৎসার জন্য এতদিন কেরলেই ছিলেন বিনো জর্জ। মঙ্গলবারই হাসপাতাল থেকে ছাড়া পান। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

ডেভলেপমেন্ট লিগ আর রিজার্ভ দলে খেলা ফুটবলাররাই খেলবেন কলকাতা লিগে। গত মরসুমে বিনোর কোচিংয়ে ডেভলেপমেন্ট লিগে ভালোই পারফর্ম করে ইস্টবেঙ্গল। এমনকি আই লিগ টু-তেও পারফর্ম করেন লাল-হলুদের রিজার্ভ দলের ফুটবলাররা। শনিবার থেকে দল নিয়ে মাঠে নামবেন বিনো জর্জ। প্রথম তিনদিন ট্রায়ালে কয়েক জন ফুটবলারকে দেখে নেবেন তিনি। ২০ তারিখ থেকে পুরোদমে অনুশীলন শুরু হবে ইস্টবেঙ্গলের। এ বছর থেকে কলকাতা লিগ বিদেশিহীন। তাই দেশীয় ফুটবলারদের কাছে প্রমাণের তাগিদও অনেক বেশি। কলকাতা লিগে নজরকাড়া ফুটবলারদের কাছে থাকছে সিনিয়র দলে খেলার সুযোগ। কলকাতা লিগে ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে ভবানীপুর, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, কাস্টমস, খিদিরপুর, রেনবো, ইস্টার্ন রেলের মতো দল। এখান থেকে প্রথম তিন দল পৌঁছে যাবে সুপার সিক্সে। চ্যালেঞ্জ অনেকটাই কঠিন লাল-হলুদের কাছে। গত বছরও কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে কোচিং করান বিনো জর্জ। সেখানে বিষ্ণু টিএম, অতুল উন্নিকৃষ্ণন, দীপ সাহা, বিবেক সিংয়ের মতো তরুণ ফুটবলাররা ভালোই পারফর্ম করেন।

এ দিকে সিনিয়র দলের অনুশীলন শুরু হওয়ার কথা জুলাইতে। দলগঠনে এ বার বাড়তি নজর দিয়েছে ইস্টবেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রাতের তালিকা মেনেই তৈরি হচ্ছে দল। নন্দকুমারকে ইতিমধ্যেই দলে নিয়েছে ইস্টবেঙ্গল। মন্দার রাও দেশাই, হরমনজ্যোৎ খাবরা, নিশু কুমাররাও লাল-হলুদে প্রায় পাকা। রহিম আলির জন্য এখনও অপেক্ষা করছে ক্লাব। বিদেশি চয়ণও করে ফেলেছে ইস্টবেঙ্গল। বোরহাকে নেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। সিভেরিও, ক্রেসপোরাও লাল-হলুদের পথে।