অনূর্ধ্ব-১৭ ইউরো চ্যাম্পিয়ানশিপ বাতিল

করোনার ধাক্কায় বাতিল ছোটদের ইউরো কাপ। বাতিল আরও একাধিক টুর্নামেন্ট। বিবৃতিতে জানাল উয়েফা।

অনূর্ধ্ব-১৭ ইউরো চ্যাম্পিয়ানশিপ বাতিল
সংগৃহীত
Follow Us:
| Updated on: Dec 18, 2020 | 7:01 PM

TV9বাংলা ডিজিটাল: করোনার (COVID-19) ধাক্কায় এবার বাতিল ইউরো (Euros) কাপ। বাতিল হল পুরুষ ও মহিলাদের অনূর্ধ্ব-১৭ (2021 U-17) ইউরো। শুক্রবার উয়েফা (UEFA) জানিয়েছে, করোনা মহামারির কারণে ২০২১ সালের পুরুষ ও মহিলাদের অনূর্ধ্ব-১৭ ইউরোপীয়ান চ্যাম্পিয়ানশিপ বাতিল করতে হচ্ছে। উয়েফার ৫৫ জন সদস্য এবং সংস্থার এক্সিকিউটিভ কমিটির সঙ্গে আলোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের জুনে ইউরো ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, করোনার দাপটে উয়েফা টুর্নামেন্টটি এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী বছরের ১১ই জুন থেকে হবে ইউরো কাপ। উয়েফা তাঁদের বিবৃতিতে জানিয়েছে, পুরুষদের অনূর্ধ্ব-১৯ ইউরো আগামী বছরের জুলাইয়ে রোমানিয়ায় হবে। মহিলাদের অনূর্ধ্ব-১৯ ইউরো বেলারুশে হবে।

ইউরোপীয় ফুটবল পরিচালন কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, “উয়েফা প্রতিনিয়ত করোনা পরিস্থিতির ওপর নজর রাখছে। আলোচনা চলছে সদস্য দেশগুলির সঙ্গে। সব দিক বিবেচনা করেই উয়েফা ২০২০-২১ একাধিক ইউথ টুর্নামেন্ট বাতিল বা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”