Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Luka Modric: ‘জাতীয় দল ছেড়ে কোথাও যাব না’, দৃঢ়প্রতিজ্ঞ ক্রোটদের ‘জাতীয় নায়ক’ মদ্রিচ

সমালোচকরা বলছেন, শেষ আট থেকেই নাকি বিদায় নিতে হবে ক্রোয়েশিয়াকে। বিশ্বকাপের সোনালি ট্রফির স্বপ্ন এ বারও পূরণ না হলে কেরিয়ারের সায়াহ্নে থাকা লুকা জাতীয় দলকে বিদায় জানাতে পারেন। গুঞ্জন এমনই।

Luka Modric: 'জাতীয় দল ছেড়ে কোথাও যাব না', দৃঢ়প্রতিজ্ঞ ক্রোটদের 'জাতীয় নায়ক' মদ্রিচ
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2022 | 1:20 PM

দোহা: লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এমনকী গুঞ্জন সত্যি বলে ধরে নিলে নেইমারও। কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) এই তারকাদের শেষ বিশ্বকাপ। ক্রোয়েশিয়া দলের অধিনায়ক লুকা মদ্রিচও (Luka Modric) কি একই পথে হাঁটবেন? ৩৭ বছরের লুকা বিশ্বজোড়া পরিচিত পেয়েছিলেন সাড়ে চার বছর আগেই। সব হিসেব উল্টে দিয়ে একঝাঁক প্রত্যয়ী মুখদের নিয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ ধাপে পৌঁছে গিয়েছিলেন। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের ফাইনালে অর্ধেক বিশ্ব চেয়েছিল ওই প্রত্যয়ী মুখগুলির জয়। ঠোঁট ও কাপের মধ্যে দূরত্বটা রয়ে গিয়েছিল। ফুটবল বিশ্বকাপ পায়নি নতুন কোনও চ্যাম্পিয়ন দল। তবে লুকার নেতৃত্বে ক্রোটদের স্বপ্নের বিসর্জন হয়নি। গত বারের ক্রোয়েশিয়া দলের অধিকাংশ খেলোয়াড় কাতার বিশ্বকাপে নেই। তাতে কী? চারবছর পর আরও একবার ট্রফি জয়ের খোঁজে ক্রোয়েশিয়া (Croatia)। যে দলটির বড় শক্তি ক্রোয়েশিয়ার ‘জাতীয় নায়ক’ ৩৭ বছরের লুকার নেতৃত্ব। তার আগে লুকার বক্তব্য তুলে ধরল টিভি৯ বাংলা

বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌঁছাতে ঠিক কতগুলো বাধা পার করতে হয়, লুকা ভালোমতোই জানেন। কাতারে ক্রোয়েশিয়ার পারফরম্যান্স আহামরি নয়। নিন্দুকেরা বলছে, অনেকটা ভাগ্যের জোরেই শেষ আটে পৌঁছেছে ক্রোটরা। এই পারফরম্যান্স নিয়ে বেশিদূর এগোনোর ক্ষমতা নেই! আজ, শুক্রবার কোয়ার্টার ফাইনালের বড় ম্যাচ। প্রতিপক্ষ টুর্নামেন্ট সেরা ব্রাজিল। সমালোচকরা বলছেন, শেষ আট থেকেই নাকি বিদায় নিতে হবে ক্রোয়েশিয়াকে। বিশ্বকাপের সোনালি ট্রফির স্বপ্ন এ বারও পূরণ না হলে কেরিয়ারের সায়াহ্নে থাকা লুকা জাতীয় দলকে বিদায় জানাতে পারেন। গুঞ্জন এমনই। কোয়ার্টার ফাইনালের কঠিন ম্যাচের আগে সেই গুঞ্জনে জল ঢেলে দিলেন ক্রোট ক্যাপ্টেন। বললেন, “না, একেবারেই নয়। জাতীয় দল ছেড়ে যাব না। আমি ভীষণ ফিট, ঝরঝরে অনুভব করি। যতদিন পারব ততদিন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাব। জাপানের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে টানা ৯৫ মিনিট খেলার পর ৩৭ বছরের লুকাকে তুলে নেন কোচ জ্লাতকো ডালিচ। মদ্রিচ বলেছেন, “অবসর নেওয়ার এখনও কোনও কারণ দেখছি না। এটাই আমার ইচ্ছে। লোকে বলছে, জাতীয় দল ছেড়ে আমার ক্লাব ফুটবলে ফোকাস করা উচিত। আমি এতে বিশ্বাসী নয়।”

রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ড মায়েস্ত্রো আন্তর্জাতিক ফুটবল ছাড়াও ক্লাব ফুটবলে সফল কেরিয়ার রয়েছে। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এবং তিনটি লা লিগা খেতাব। মেসি, রোনাল্ডোর বাইরে ২০১৮ সালে ব্যালন ডি’অর পুরস্কার জিতে চমকে দেন। উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের তকমাও পান। অধিনায়কের আর্মব্যান্ড পরে দেশের হয়ে আরও এক পরীক্ষার সামনে লুকা। ব্রাজিলের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে ১৫৯তম ম্যাচ তাঁর।