এএফসি কাপে ফিরছেন করোনা মুক্ত সুনীল
আজই ২৯ জনের দল ঘোষণা করল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। এএফসি কাপে বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন ৩৬ বছরের সুনীলই ( Sunil Chhetri)।
ব্যাম্বোলিম: করোনা (COVID-19) মুক্ত হয়ে ফের মাঠে নামতে চলেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ১৪ এপ্রিল এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নামবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। নেপালের ত্রিভুবন এফসির বিরুদ্ধে খেলা সুনীলদের। সেই ম্যাচেই মাঠে ফিরতে চলেছেন বর্ষীয়ান স্ট্রাইকার।
The Blues have announced their squad for the 2021 @AFCCup qualifiers, which includes as many as five Reserve team players.#WeAreBFC #YouthDevelopment #BluesInAsia?https://t.co/mayXfYJGRW
— Bengaluru FC (@bengalurufc) April 8, 2021
আজই ২৯ জনের দল ঘোষণা করল বেঙ্গালুরু এফসি। এএফসি কাপে বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন ৩৬ বছরের সুনীলই। গত ১১ মার্চ করোনায় সংক্রমিত হন তিনি। ২৮ তারিখ করোনা মুক্ত হন সুনীল ছেত্রী। কোভিড পজিটিভ হওয়ায় ভারতের হয়ে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারেননি বর্ষীয়ান স্ট্রাইকার। দুবাইয়ে ওমান এবং আরব আমিরশাহীর বিরুদ্ধে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলে স্টিমাচের দল।
আরও পড়ুন: পন্থ’প্যাকেজ’, শুভমন’স্কিল’ এবং একঝাঁক তরুণের গল্প
এএফসি কাপের জন্য ৫ এপ্রিল থেকে শিবির শুরু করে বেঙ্গালুরু এফসি। শিবির চলাকালীন ৩ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।