ভারতীয় ফুটবলেও ভিডিয়ো রিপ্লে-র (AVRS) ভাবনায় ফেডারেশন
Indian Football News: ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি এফসি বনাম মোহনবাগান ম্যাচে সাতটি করে লাল ও হলুদ কার্ড দেখানো হয়েছিল। আইএসএলে এটি ইতিহাস। এক ম্যাচে এতগুলি লাল-কার্ড তার আগে আইএসএলে কখনও ঘটেনি। ইস্টবেঙ্গলের বেশ কিছু ম্যাচেও রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছিল। ইস্টবেঙ্গলের তরফে লিখিত অভিযোগও করা হয় কিছুদিন আগেই। এরপরই ফেডারেশন সভাপতির সেই বৈঠক। শুধু তাই নয়, আসন্ন সুপার কাপে বিভিন্ন টিমের কোচ ও কর্তাদের সঙ্গেও বৈঠক করা হবে।
কলকাতা: ভারতীয় ফুটবলে কি VAR দেখা যাবে? এখনই হয়তো নয়। তবে একই ধরনের পদ্ধতি দেখা যেতে ভারতীয় ফুটবলে। আই লিগ, ইন্ডিয়ান সুপার লিগে রেফারিং নিয়ে নানা বিতর্ক হয়েছে। ভারতীয় ফুটবলে রেফারিং বিতর্ক নতুন নয়। এ বার নড়েচড়ে বসেছে সর্বভারতীয় ফুটবল সংস্থাও। মাসের শুরুতেই জরুরি মিটিংয়ে বসেছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। রেফারিদের কড়া বার্তা দিয়েছেন তিনি। মানুষ মাত্রই ভুল হয়, তত্ত্ব থেকে বেরিয়ে নিরপেক্ষ ভাবে কাজ করার বার্তা দিয়েছেন। শুধু তাই নয়, রেফারিদের আরও শিক্ষিত করারও বার্তা দিয়েছেন। এ বার অন্য ভাবনা ফেডারেশনের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি এফসি বনাম মোহনবাগান ম্যাচে সাতটি করে লাল ও হলুদ কার্ড দেখানো হয়েছিল। আইএসএলে এটি ইতিহাস। এক ম্যাচে এতগুলি লাল-কার্ড তার আগে আইএসএলে কখনও ঘটেনি। ইস্টবেঙ্গলের বেশ কিছু ম্যাচেও রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছিল। ইস্টবেঙ্গলের তরফে লিখিত অভিযোগও করা হয় কিছুদিন আগেই। এরপরই ফেডারেশন সভাপতির সেই বৈঠক। শুধু তাই নয়, আসন্ন সুপার কাপে বিভিন্ন টিমের কোচ ও কর্তাদের সঙ্গেও বৈঠক করা হবে।
ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) জন্য অনেক খরচ। ফেডারেশনের পক্ষে এখনই সেই পদ্ধতি আনা কঠিন। তবে অ্যাডিশনাল ভিডিয়ো রিভিউ সিস্টেম (AVRS)-চালু করা যেতেই পারে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে তেমনই ইঙ্গিত দিয়েছেন। মাঠের রেফারির যদি কোনও সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, তাহলে ভিডিয়ো রিপ্লে-র সাহায্য নিতে পারেন।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে বলছেন, ‘আমাদের মূল লক্ষ্য ভুলের পরিমাণ কমানো। রেফারিদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করতে পারলে সেটা হতে পারে। VAR-ব্যবহারের পরিকল্পনাও আমাদের রয়েছে। তবে সেটার আগে আমাদের মতো দেশে AVRS-দিয়ে শুরু করাটা ভালো। প্রযুক্তির ব্যবহারে ভুলের পরিমাণ কমানো যাচ্ছে কিনা, সেটা আগে পরীক্ষা করে দেখতে হবে। কোচ, ক্লাব, প্লেয়ারদেরও মধ্যেও এই বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।’