বার্সা, রিয়াল, জুভেন্তাস নিজেদের ক্ষতি করছে: উয়েফা প্রধান

ইউরোপিয়ান সুপার লিগে খেলা ক্লাবগুলির বিরুদ্ধে কঠিন শাস্তির ঘোষণা আগেই করেছে উয়েফা। ইতালি ফুটবলের প্রেসিডেন্টও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিদ্রোহ লিগে খেললে সিরি-এ তে খেলতে পারবে না জুভেন্তাস।

বার্সা, রিয়াল, জুভেন্তাস নিজেদের ক্ষতি করছে: উয়েফা প্রধান
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: May 31, 2021 | 7:35 PM

জুরিখ: ইউরোপিয়ান সুপার লিগের (European Super League) ক্লাব জোট থেকে এখনও বেরিয়ে আসেনি বার্সেলোনা (Barcelona), রিয়াল মাদ্রিদ (Real Madrid) আর জুভেন্তাস (Juventus)। অন্যান্য বড় দলগুলি যখন ইউরোপিয়ান সুপার লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছে, অপরদিকে তখন ক্লাব জোটে এখনও সামিল এই ৩ বড় দল। গত সপ্তাহেও বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর জুভেন্তাস বিজ্ঞপ্তি জারি করে জানায়, তারা ইউরোপিয়ান সুপার লিগে খেলার সুযোগ কোনওমতেই হাতছাড়া করতে চায় না। একই সঙ্গে উয়েফাকেও একহাত নেয় ইউরোপের এই ৩ বড় ক্লাব।

উয়েফা (UEFA) প্রেসিডেন্ট আলেক্সান্ডার কেফেরিনের (Aleksander Ceferin) সাফ জবাব, ‘ইউরোপিয়ান সুপার লিগে খেলার সিদ্ধান্ত নিয়ে নিজেদের ক্ষতি করছে এই ৩ বড় ক্লাব। বাকি দলগুলো নিজেদের ভুল বুঝতে পেরে সরে এসেছে। অথচ ওরা এখনও নিজেদের ভুল বুঝতে পারছে না। আমাদের শৃঙ্খলারক্ষা কমিটি এই বিষয়টিকে খতিয়ে দেখছে। ভাবতে অবাক লাগে, সুপার লিগে অংশ নিয়েও ওরা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চেয়ে আবেদন করেছে।’

ইউরোপিয়ান সুপার লিগে খেলা ক্লাবগুলির বিরুদ্ধে কঠিন শাস্তির ঘোষণা আগেই করেছে উয়েফা। ইতালি ফুটবলের প্রেসিডেন্টও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিদ্রোহ লিগে খেললে সিরি-এ তে খেলতে পারবে না জুভেন্তাস।

আরও পড়ুন: আমপানের পর ইয়াস, বিধ্বস্তদের পাশে ফের ঈশান পোড়েল