কাতার ম্যাচের আগে আত্মবিশ্বাসকে হাতিয়ার করছেন গুরপ্রীত
দু বছর আগে দোহায় (Doha) কাতারের (Qatar) বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল ভারত। সেই ম্যাচে ১১টা সেভ করে নায়ক হয়ে উঠেছিলেন গুরপ্রীত।
দোহা: আত্মবিশ্বাস। আর এটাকে হাতিয়ার করেই এগিয়ে যাওয়ার লক্ষ্য ভারতীয় ফুটবল দলের (Indian Football team)। বৃহস্পতিবার কাতারের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচ ভারতের। তার আগে ভারতীয় দলের লাস্ট ডিফেন্স গুরপ্রীত সিংয়ের (Gurpreet Singh) কথায় ‘আত্মবিশ্বাসই হাতিয়ার।’
দু বছর আগে দোহায় (Doha) কাতারের (Qatar) বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল ভারত। সেই ম্যাচে ১১টা সেভ করে নায়ক হয়ে উঠেছিলেন গুরপ্রীত। এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup) চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফর্ম করেছিলেন এই পঞ্জাব তনয়। ৩ জুন ফের কাতারের বিরুদ্ধে ম্যাচ ভারতের। দোহা থেকে ফেডারেশনকে দেওয়া সাক্ষাতকারে গুরপ্রীত বলেন, ‘ম্যাচের দিনের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। সেই সময় এএফসি কাপ জিতেছিল কাতার। কোপার জন্য প্রস্তুত হচ্ছিল ওরা। ওদের বিরুদ্ধে নামার আগে নিজেদের সংগঠিত রেখেছিলাম। কাউন্টার অ্যাটাকে ওদের রক্ষণে পাল্টা চাপ বাড়িয়েছিলাম। প্রত্যেকে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছিলাম। আর তাতেই ম্যাচ ড্র রাখতে সক্ষম হয়েছিলাম আমরা।’
আবার সেই কাতার ম্যাচ। গুরপ্রীত যোগ করেন, ‘যাদের সঙ্গেই দেখা হয়, সবাই আমাকে কাতার ম্যাচের কথা মনে করায়। তবে আমার কাছে সেটা সেরা ম্যাচ ছিল না। যেহেতু কাতারের বিরুদ্ধে ড্র করেছিলাম তাই সবাই সেই ম্যাচটাকে মনে রেখেছে। এ বার আত্মবিশ্বাসকে হাতিয়ার করে এগিয়ে যেতে হবে। তাহলেই সাফল্য আসবে।’
আরও পড়ুন: ৫ বছরের চুক্তিতে সবুজ-মেরুনে অমরিন্দর