Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan : ৩ বছরের চুক্তিতে মোহনবাগানে সই বিশ্বকাপার জেসন কামিন্সের

Jason Cummings : মোহনবাগান ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি হল অজি ফুটবলার জেসন্স কামিন্সের (Jason Cummings)। এই বিশ্বকাপারকে গোলমেশিন বলা হয়। যখন যে ক্লাবের হয়ে খেলেছেন, প্রতিপক্ষদের নাস্তানাবুদ করে ছেড়েছেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার।

Mohun Bagan : ৩ বছরের চুক্তিতে মোহনবাগানে সই বিশ্বকাপার জেসন কামিন্সের
৩ বছরের চুক্তিতে মোহনবাগানে সই বিশ্বকাপার জেসন কামিন্সেরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 12:46 PM

কলকাতা : শতবর্ষপ্রাচীন ক্লাবে এলেন কাতার বিশ্বকাপে খেলা এক তারকা ফুটবলার। মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি হল অজি ফুটবলার জেসন্স কামিন্সের (Jason Cummings)। এই বিশ্বকাপারকে গোলমেশিন বলা হয়। যখন যে ক্লাবের হয়ে খেলেছেন, প্রতিপক্ষদের নাস্তানাবুদ করে ছেড়েছেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার। কয়েক সপ্তাহ আগে ‘এ’ লিগের শেষ ম্যাচে হ্যাটট্রিক করে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে চ্যাম্পিয়ন বানিয়েছেন জেসন কামিন্স। এর আগে রাশিয়া বিশ্বকাপে খেলে গত মরসুমে দিমিত্রি পেত্রাতোস সবুজ-মেরুনে যোগ দিয়েছিলেন। এ বার কাতার বিশ্বকাপে খেলা জেসন কামিন্স এলেন বাগান শিবিরে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মোহনবাগানে তিন বছরের চুক্তির পর অজি তারকা জানান, গত কয়েক বছর ধরে তিনি ভারতীয় ক্লাব ফুটবলে নজর রেখেছিলেন। মোহনবাগান ক্লাবের থেকে প্রস্তাব পাওয়ার পর তিনি এই ক্লাব নিয়ে খোজ নেওয়া শুরু করেন। সেই সময় কামিন্স জানতে পারেন, ভারতীয় ফুটবলে শতাব্দীপ্রাচীন ক্লাব মোহনবাগান। এবং এই ক্লাব গত বছর ভারত সেরার সম্মান পেয়েছে। কামিন্স আশাবাদী আগামী তিন বছর দলকে আরও অনেক ট্রফি এনে দিতে তিনি সাহায্য করবেন।

কামিন্স আরও জানান, মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোর সঙ্গে তিনি কথা বলে বুঝতে পারেন এই ক্লাবের লক্ষ্য শুধু আইএসএল চ্যাম্পিয়ন হয়ে থাকা নয়। এএফসি কাপের মতো টুর্নামেন্টে ভালো ফল করতে চায় সবুজ-মেরুন শিবির। অজি তারকা আরও জানান, মোহনবাগান সমর্থকরা যে তাঁর আগমনের জন্য কতটা উদগ্রীব তা টের পেয়েছেন। ইতিমধ্যেই তাঁকে মোহনবাগানের সমর্থকরা শুভেচ্ছাবার্তা দিয়ে প্রচুর মেসেজ করেছেন।

এই প্রথম বার ভারতীয় ফুটবলে খেলবেন জেসন কামিন্স। এর আগে তিনি ইপিএলের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট, রেঞ্জার্স, লুটন টাউনের মতো ক্লাবে খেলেছেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিন ম্যাচে খেলে ১টি গোল করেছেন তিনি। অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে ২০২২-২৩ মরসুমে খেলতে এসে তিনি ডাক পেয়েছিলেন অজি জাতীয় দলে। এবং বিশ্বকাপে খেলার সুযোগ পানও তিনি। সবুজ-মেরুনে কামিন্স যোগ দেওয়ায় হুয়ান ফেরান্দোর দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হল।

মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো জানান, জেসন কামিন্সের মতো সদ্য বিশ্বকাপে খেলা ফুটবলার ভারতে খেলতে আসতে রাজি হয়েছে সেটাই বিরাট ব্যাপার। তাঁর কথায়, ‘জেসন কামিন্সের মোহনবাগানে যোগ দেওয়াটা প্রমাণ করে যে আইএসএল ভারতীয় ফুটবলের উন্নতিতে কতটা সাহায্য করেছে।’