Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal Transfer News: বঙ্গতনয়ের আশা ছেড়ে গুরকিরাতে ঝুঁকছে ইস্টবেঙ্গল

East Bengal, Gurkirat Singh: এ লিগে খেলা একজন অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ৩০ জুনের পর হয়তো অজি ডিফেন্ডারের বিষয়টি চূড়ান্ত হতে পারে।

East Bengal Transfer News: বঙ্গতনয়ের আশা ছেড়ে গুরকিরাতে ঝুঁকছে ইস্টবেঙ্গল
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 3:45 PM

কলকাতা: রহিম আলির জন্য বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দরকার। বঙ্গতনয়কে নেওয়ার ব্যাপারে এখনও কিছু ফাইনাল করেনি ইস্টবেঙ্গল। রহিমের আশায় না থেকে একজন ভালো মানের ভারতীয় স্ট্রাইকার চাইছে লাল-হলুদ। উদীয়মান ফরোয়ার্ড গুরকিরাত সিংকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল। অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে গত বছর বেশ ভালো পারফর্ম করেন পঞ্জাব তনয়। অনূর্ধ্ব-২০ জাতীয় দলের জার্সিতে ৮ ম্যাচে ১১ গোল রয়েছে। গত বছর অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে সোনার বুট জিতেছিলেন। মুম্বই সিটি এফসির এই তরুণ ফুটবলারের উপরেই এখন ঝুঁকেছে ইস্টবেঙ্গল। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপেও যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। চণ্ডীগড় ফুটবল অ্যাকাডেমি থেকে আসা এই ফুটবলার ২০২১ সালে মুম্বই সিটি এফসিতে সই করেন। আরও এক বছর বাণিজ্যনগরীর দলটির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। তবে লাল-হলুদ কর্তারা চাইছেন এ বছরই গুরকিরাতকে ইস্টবেঙ্গলের জার্সি পরাতে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

নাওরেম মহেশ ইস্টবেঙ্গল জার্সিতেই প্রতিষ্ঠা পেয়েছেন। তাই সেটাকে মাথায় রেখেই প্রতিভাবান ফুটবলারদের নেওয়ার দিকে ঝুঁকছে ক্লাব। গোলকিপার প্রভসুখন গিলকে নেওয়ার চেষ্টায় রয়েছে ইস্টবেঙ্গল। এখনও কিছু ফাইনাল হয়নি। এরই পাশাপাশি আই লিগের কয়েকজন ফুটবলারকে শর্টলিস্ট করেছেন কোচ কার্লেস কুয়াদ্রাত।

এ লিগে খেলা একজন অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ৩০ জুনের পর হয়তো অজি ডিফেন্ডারের বিষয়টি চূড়ান্ত হতে পারে। এ দিকে ৬ মাসের ক্ষতিপূরণ দিয়ে ইভান গঞ্জালেজকে ছেড়ে দিতে চাইছে ক্লাব। ইভানের বিকল্প হিসেবে একজন স্প্যানিশ ডিফেন্ডার আনতে চাইছেন কুয়াদ্রাত। জুলাইয়েই শহরে আসার কথা লাল-হলুদের সিনিয়র দলের কোচের। অনুশীলন শুরুর পাশাপাশি নজর রাখবেন কলকাতা লিগেও।