প্রথম এশিয়ান হিসেবে গোলের রেকর্ড ভারতের বালা দেবীর
প্রথম এশিয়ান মহিলা ফুটবলার হিসেবে স্কটিশ লিগে (scottish league) গোল করলেন ভারতের বালা দেবী (Bala Devi)। রেঞ্জার্সের (Rangers FC) হয়ে নিজের চতুর্থ ম্যাচে গোল করলেন বালা।
TV9 বাংলা ডিজিটাল- স্কটিশ ক্লাব রেঞ্জার্স (Rangers FC) এফসিতে সই করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এ বার প্রথম এশিয়ান মহিলা ফুটবলার হিসেবে স্কটিশ লিগে (scottish league) গোল করার রেকর্ডও করে ফেললেন ভারতের নানগাম বালা দেবী (Bala Devi)।
CAME OFF THE BENCH AND SCORED!!!@BalaDevi_10‘s FIRST GOAL FOR @RangersWFC
(Yes, we know it’s all in caps)#HerGameToo #IndianFootball #WomemFootball https://t.co/757CHUfc5P
— Women’s Football India (@WomensFootieIND) December 6, 2020
মাদারওয়েল উওমেন্স এফসির বিরুদ্ধে রেঞ্জার্সের মেয়েরা জিতল ৯-০। যার একটা গোল বালা দেবীর। পেশাদার স্কটিশ লিগে এটা ছিল তাঁর চার নম্বর ম্যাচ। শুরুতে অবশ্য প্রথম একাদশে সুযোগ পাননি। কিন্তু বিরতির পর পরিবর্ত হিসেবে নামেন। ৮৫ মিনিটে টিমের হয়ে গোল করেন বালা দেবী।
ভারতীয় স্ট্রাইকার এমনিতেই প্রচুর গোল করেছেন দেশের জার্সিতে। রেঞ্জার্সের হয়েও যে সাফল্য পাবেন, প্রত্যাশাই ছিল। তা পূরণ করতে শুরু করলেন। তবে গোলের আগে একটা পেনাল্টিও আদায় করেছিলেন ৬৮ মিনিটে। তাঁর দুই টিমমেট ক্রিস্টি হোয়ার্ট ও লিজি আর্নট হ্যাটট্রিক করেন। মেগান বেল, ডাইনা বৌর্মা একটি করে গোল করেন।
Good feeling !! https://t.co/2NGhKlJEi6
— Bala Devi (@BalaDevi_10) December 7, 2020
করোনার আগেই শুরু হয়ে গিয়েছিল মেয়েদের স্কটিশ প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচেই যথেষ্ট দাপিয়ে খেলেছিলেন। মরসুমের প্রথম ম্যাচে হার্টস এফসির বিরুদ্ধে তাঁর পাস থেকে গোল করেছিলেন তাঁর সতীর্থ। কিন্তু করোনার পর আবার ফুটবলে ফিরেছে রেঞ্জার্স। এ বারের স্কটিশ লিগে দারুণ ছন্দে আছে রেঞ্জার্স। একটাই মাত্র ম্যাচ হেরেছে তারা। লিগ টেবলে আপাতত দুইয়ে বালা দেবীর টিম। গ্লাসগো সিটির পরেই। বালা দেবীর গোল করার খবর রেঞ্জার্স তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে। লেখা হয়েছে, রেঞ্জার্সের হয়ে প্রথম গোল বালা দেবীর। আর বালা নিজেই টুইটারে লিখেছেন, ‘টিমকে অভিনন্দন। একটা দারুণ ম্যাচ খেললাম আমরা।’
আরও পড়ুন – ওড়িশা এফসিকে হারিয়ে আইএসএলের শীর্ষে মুম্বই সিটি এফসি
মাদারওয়েলের বিরুদ্ধে গোল করার পর আত্মবিশ্বাস তুঙ্গে বালা দেবীর। আগামী ম্যাচগুলোতে আরও গোল করার জন্য মুখিয়ে আছেন ভারতীয় স্ট্রাইকার।