ম্যাচের ৩০মিনিটে গোয়ার (FC Goa) হয়ে প্রথম গোল করেন ইগর অ্যাঙ্গুলো।
ম্যাচের ৫২ মিনিটে গোয়ার হয়ে ব্যবধান বাড়ান জর্জ মেন্ডোজা।
কিবু ভিকুনার দলের বিরুদ্ধে দ্বিতীয় গোলের পর গোয়া ফুটবলারদের সেলিব্রেশন।
দ্বিতীয়ার্ধে এফসি গোয়ার হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন অ্যাঙ্গুলো।
চলতি আইএসএলে এটা গোয়ার প্রথম জয়।
৪ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের ৫ নম্বরে উঠে এল এফসি গোয়া (FC Goa)। (ছবি-আইএসএল)