মেরি কমই বেড়ে ওঠার প্রেরণা, বলছেন বালা দেবী

তাঁরা দুজনই মণিপুরের মানুষ। বক্সার মেরিকমকে দেখেই বড় হওয়ার স্বপ্ন দেখা শুরু বালা দেবীর। স্পষ্ট ভাবেই সেই কথা বললেন ভারতীয় মহিলা ফুটবলার।

মেরি কমই বেড়ে ওঠার প্রেরণা, বলছেন বালা দেবী
রেঞ্জার্সের হয়ে স্কটিশ ফুটবলে দুরন্ত ছন্দে বালা। ছবি সৌজন্যে - টুইটার (বালা দেবী)
Follow Us:
| Updated on: Dec 12, 2020 | 6:40 PM

TV9 বাংলা ডিজিটাল- এশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ক’দিন আগেই পেশাদার স্কটিশ লিগে গোলের রেকর্ড করেছেন। সেই বালা দেবীই (Bala Devi) শোনালেন তাঁর উত্থানের গল্প। মণিপুরের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কমই (Mary Kom) ফুটবলার হওয়ার স্বপ্ন উস্কে দিয়েছিলেন তাঁর মধ্যে। এআইএফএফের ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে বালা অকপট, ‘মেরি কম বরাবর আমার প্রেরণা (inspiration)। প্রচুর পরিশ্রম করে সর্বোচ্চ জায়গায় উঠে এসেছিল। অসংখ্য রেকর্ড ভাঙার নজির রয়েছে ওর। সবচেয়ে বড় কথা, মা হওয়ার পরও দেশের হয়ে পদক জিতে গিয়েছে। মেরি কমকে আমি ২০১৪ সালের এশিয়ান গেমসে খুব কাছ থেকে দেখার সুযোগ পাওয়া পেয়েছিলাম। ওর ট্রেনিং দেখে অভিভূত হয়ে গিয়েছিলাম।’

চলতি বছরের শুরুতে রেঞ্জার্স এফসিতে সই করেছিলেন বালা। ভারতীয় স্ট্রাইকারকে নিয়ে প্রত্যাশা ছিল প্রচুর। তিনি তা পূরণ করার চেষ্টাও করছেন। ক’দিন আগেই করেছেন রেঞ্জার্সের হয়ে তাঁর প্রথম গোল। বালার কথায়, ‘ভারতের হয়ে অনেক খেলেছি। আন্তর্জাতিক ফুটবল খেলার ভাবনা ছিল অনেক আগে থেকেই। অভিজ্ঞতা বাড়ার পর মনে হয়েছিল, বিদেশে খেলার উচিত।’ সঙ্গে জুড়েছেন, ‘রেঞ্জার্সের মতো প্রথম সারির টিমে জায়গা পেয়ে আমি অভিভূত ছিলাম। শুধু নিজের সাফল্য চাই না, আমাকে দেখে ভারতের অন্য ফুটবলাররা যদি বিদেশে খেলার কথা ভাবে, তা হলে খুব খুশি হব।’

আরও পড়ুন – গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে মহমেডান

স্কটিশ লিগে মাদারওয়েলের বিরুদ্ধে গোলটা করার পর এশিয়ার সপ্তাহের সেরা প্লেয়ার হওয়ার দৌড়েও আছেন বালা দেবী। বলেছেন, ‘গোলটার পর প্রচুর অভিনন্দন পেয়েছি। বেশ কিছু বড় নামের পাশে এশিয়ার সেরা প্লেয়ার হওয়ার জন্য আমার নামও বিবেচিত হয়েছে। আরও ভালো করার লক্ষ্য নিয়েই প্রতি ম্যাচে মাঠে নামছি।’