গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে মহমেডান
গ্রুপ 'A'-র চ্যাম্পিয়ন দল হিসাবে শিল্ডের কোয়ার্টার ফাইনালে নামছে মহমেডান স্পোর্টিং। শনিবার কল্যাণীতে গ্রুপের শেষ ম্যাচে কালিঘাট এম এসকে ১-০ গোলে হারায় হোসে হেভিয়ার দল। সাদা-কালোর হয়ে জয়সূচক গোল করেন গনি আহমেদ।
Most Read Stories