ফুটবল বিশ্বকাপ চলাকালীনই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। অনুরাগীদের মনে আশঙ্কা ঘিরে ধরেছিল তখনই। তবে আশঙ্কা উড়িয়ে দিয়ে খোদ তিনিই বার্তা দিয়েছিলেন বিশ্ববাসীকে, অগণিত ভক্তের প্রার্থনায় সুস্থ আছেন। বিশ্বকাপের খেলাও দেখছেন। এমনকি, বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে অভিনন্দনও জানিয়েছিলেন। ৮২ বছর বয়স, ক্যান্সার-সহ একাধিক সমস্যা শরীরে। পারলেন না ফুটবল সম্রাট পেলে (Pele)। সাও পাওলোর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না তাঁর। বছর ফুরনোর আগেই, বর্ষশেষে ধরাধাম থেকে বিদায় নিলেন চিরতরে। ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে, ব্রাজিলের স্থানীয় সময় বিকেল ৩.২৭ নাগাদ কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর খবর সরকারি ভাবে ঘোষণা করে দেওয়া হয়। ফুটবল সম্রাটের মৃত্যুতে শোকের ছায়া সারা বিশ্বে। পেলের মৃত্যুতে প্রতিক্রিয়া, তাঁর শেষযাত্রা সম্পর্কিত সবরকম আপডেট থাকছে এই লাইভ ব্লগে।
শোকের আবহে মোবাইল বের করে সেলফি! ফুটবল কিংবদন্তি পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে এমনই দৃষ্টিকটু কাজ করলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। স্যান্টোসের মাঠে শায়িত পেলের কফিনের ঢাকনা খুলে দেওয়া হয়েছিল। খোলা কফিনের পাশে দাঁড়িয়ে সেলফি নিতে শুরু করেন ইনফান্তিনো। কেউ সেলফির অনুরোধ করলে পোজও দেন। যা নিয়ে ব্যপক সমালোচনার মুখে পড়েছেন ফিফা প্রেসিডেন্ট।
বিশ্বের প্রতিটি দেশকে অনুরোধ করব তাদের একটি স্টেডিয়াম যেন পেলের নামে রাখা হয়। নবীন প্রজন্মও যাতে পেলের গুরুত্ব বুঝতে পারেন সেকারণেই এই প্রস্তাব। বলেছেন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো।
স্যান্টোসের মাঠ ভিলা বেরমিরোয় পেলের কফিনবন্দি দেহ রেখে ২৪ ঘণ্টা ধরে শেষ শ্রদ্ধা জানানো হয়। আট থেকে আশি, হাজারো অনুরাগী ভিড় জমিয়েছিলেন কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে।
পেলের শেষযাত্রায় দেখা গেল না নেইমার জুনিয়রকে। এই মুহূর্তে প্যারিসে রয়েছেন তিনি। আশা ছিল নেইমারকে দেখা যাবে। পরিবর্তে ভিলা বেরমিরোয় ফুটবল সম্রাটকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন নেইমারের বাবা।
ছেলের মৃত্যুর খবর দেওয়া হয়েছে পেলের মা সেলেস্তাকে। অসুস্থ শরীরেও ছেলেকে শেষবার চোখের দেখা দেখতে স্টেডিয়ামে পৌঁছেছেন ১০০ বছরের বৃদ্ধা।
These were the first five fans I met in the queue last night – just passed Pele coffin. @MirrorFootball pic.twitter.com/SryPY2xbM0
— Andy Lines (@andylines) January 2, 2023
কান্নায় ভেঙে পড়েছেন পেলের তৃতীয় স্ত্রী মার্সিয়া আওকি। ছয়বছর ধরে সংসার করেছেন তাঁরা। পেলের স্ত্রীকে সান্ত্বনা দেন ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো।
ব্রাজিলিয়ান কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। স্টেডিয়ামে উপস্থিত পেলের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।
সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে স্যান্টোসের স্টেডিয়াম ভিলা বেলমিরোয় পৌঁছল পেলের কফিনবন্দি দেহ। মাঠের মাঝ বরাবর কফিন রাখার জায়গা করা হয়েছে। সেখানেই অনুরাগীরা ফুল দিয়ে প্রয়াত কিংবদন্তিকে শ্রদ্ধা জানাচ্ছেন।
ব্রাজিলের ক্লাব স্যান্টোস দিয়েই ফুটবলে হাতে খড়ি সম্রাটের। সেই পুরনো ঠিকানা তেই ফিরছেন ঘরের ছেলে। স্যান্টোসের স্টেডিয়ামে শায়িত থাকবে তাঁর দেহ।
আজ পেলের শেষকৃত্য, তাঁকে শ্রদ্ধা জানাতে স্যান্টোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন অনুরাগীরা।
ফুটবল সম্রাট প্রয়াত হয়েছেন বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩.২৭ নাগাদ। তাঁর মা কিছুদিন আগে ১০০ বছর পূর্ণ করেছেন। বোঝার অনুভূতি খুবই কম। ছেলের মৃত্যুর কথা এখনও জানেন না। পেলের তুতো বোন মারিয়া লুসিয়া ডু নাসিমেন্টো বলছেন, ‘আমরা তাঁকে বোঝানোর চেষ্টা করেছি। তবে বোঝার ক্ষমতা নেই। তিনি যেন নিজের জগতেই থাকেন। চোখ খুললে যখন পেলের কথা বলি, তিনি পাল্টা বলেন-আমরা সকলে ওর জন্য প্রার্থনা করব।’
এ বার ফুটবল সম্রাটের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণায় আমেরিকান বক্সিং স্টার মাইক টাইসন।
পড়ুন বিস্তারিত – Pele-Mike Tyson: পেলের সঙ্গে দেখা করার স্বপ্ন ছিল কার?
গ্রিসের টেনিস তারকা স্তেফানোস সিসিপাস শ্রদ্ধা জানালেন কিংবদন্তি পেলেকে।
Pelé is a symbol of Brazil and it’s greatness, a living embodiment of the beautiful game and it’s unique ability to bring people together. His unmatched skill and passion for football have inspired generations and will continue to do so for years to come. pic.twitter.com/7FHZG60Nuz
— Stefanos Tsitsipas (@steftsitsipas) December 31, 2022
বিশ্বের বিভিন্ন প্রান্তে ‘ও রেই’-কে শ্রদ্ধা জানানো হচ্ছে
Tributes from around the world in honour of Pele ?? pic.twitter.com/FE3w8LJmo2
— GOAL (@goal) December 31, 2022
প্রেসিডেন্ট অফিসে বসে সব খবরই পাচ্ছিলেন জানিও কুয়াদ্রোস। তাঁর মাথায় তখন রাজনৈতিক কূটবুদ্ধি খেলছে। পেলেকে সামনে রেখে ব্রাজিলিয়ানদের মন জয় করে গদি বাঁচানোর ফন্দি আঁটলেন
পড়ুন বিস্তারিত – Pele: বিচ’র দেশ ব্রাজিলে বিকিনি নিষিদ্ধ! প্রেসিডেন্টের সিংহাসন ‘রক্ষা’ পেলের
পেলের প্রয়াণে স্মৃতির পাতা খুলে ধরেছেন ভারতের একাধিক প্রাক্তন তারকা ফুটবলার
পড়ুন বিস্তারিত – Pele Death: পেলে বল ধরলেই টোকা দিবি, নির্দেশ ছিল প্রদীপদার; নস্ট্যালজিক সুব্রত ভট্টাচার্য
প্রকাশ্যে এল ফুটবল সম্রাট পেলের ডেথ সার্টিফিকেট। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের তরফে যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেই অনুযায়ী-কিডনি, হার্ট ফেইলিয়ার সহ নানা কারণ।
১৯৭৭ সালের ১ অক্টোবর কসমস এবং স্য়ান্টোসের একটি প্রীতি ম্যাচ দিয়ে ফুটবলকে বিদায় জানান পেলে। ম্যাচটি অবশ্য পেলের আনঅফিশিয়াল বিদায়ী ম্যাচ। প্রথমার্ধে খেলেন কসমসের হয়ে, দ্বিতীয়ার্ধে স্যান্টোসের হয়ে।
৪৫ বছর বয়সে পেলে অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন পেলে! অবাক মনে হলেও এটাই সত্যি। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের সময় পেলের বয়স ছিল ৪৫ বছর। কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে মাঠে নামতে চেয়েছিলেন পেলে। বলেছিলেন, “আমাকে প্রস্তুতির জন্য ২৫ দিন সময় দাও।” ১৯৭০ সালের পর বিশ্বকাপ খরা চলছিল ব্রাজিলের। যদিও অবসর ভেঙে মাঠে নামা হয়নি পেলের।
পেলে আর নেই, রয়েছে তাঁর সুদীর্ঘ সাফল্যের তালিকা। আজীবন বিশ্ব ফুটবলে থেকে যাবে তাঁর নাম
পড়ুন বিস্তারিত – Pele: সংখ্যায় অতুলনীয়, পেলের সাফল্যের ঝুলি…
বৃহস্পতিবার রাতে অজানালোকে পাড়ি দিয়েছেন ফুটবল সম্রাট পেলে। তিন বারের বিশ্বকাপ জয়ী লেজেন্ডে কেবল যে ফুটবল দুনিয়ার ঈশ্বর ছিলেন তা কিন্তু নয়, সঙ্গীত থেকে চলচ্চিত্র জগতের তাঁর ছিল এক অবাধ বিচরণ।
পড়ুন বিস্তারিত – Pele as an Actor: সুপারহিট ছবির হিরো, গানের অ্যালবামেরও রেকর্ড বিক্রি, পেলে যে শুধুই ফুটবলার নন…
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্যান্টোসে তাঁর বৃদ্ধা মায়ের বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে তাঁর দেহ
পড়ুন বিস্তারিত – Pele Death: ঘরের মাঠেই ফিরবে পেলের নিথর দেহ
ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি…
Irreplaceable loss to the sporting world.The heartbeat of football. A magician who mesmerized and inspired generations!
A proper Legend #Pele ? RIP King pic.twitter.com/7RRQcwGS1k
— Ravi Shastri (@RaviShastriOfc) December 30, 2022
ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর পেলের উদ্দেশ্যে লেখেন, “শুধু ফুটবলের নয়, গোটা ক্রীড়া জগতের জন্য বিরাট ক্ষতি। আপনার উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে। শান্তিতে থাকুন পেলে!”
A great loss to not just football but to the whole world of sports. There will never be another!
Your legacy will live on forever.
Rest in Peace Pele! ♥️ ⚽ pic.twitter.com/Nv0CFQVEpf— Sachin Tendulkar (@sachin_rt) December 30, 2022
জীবনের চার বিশ্বকাপে দেশের জার্সিতে ময়দান কাঁপিয়েছেন তিনি।
পড়ুন বিস্তারিত- Pele Death: কেমন ছিল পেলের চার বিশ্বকাপ?
মাঠের বাইরে, ইউনেস্কোর গুডউইল অ্যাম্বাসাডর থেকে ব্রাজিলের ক্রীড়ামন্ত্রীর ভূমিকায় বিভিন্ন সময় দেখা গিয়েছে পেলেকে।
পড়ুন বিস্তারিত – Pele Death: গৃহযুদ্ধ থামানো থেকে ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী, ফুটবল সম্রাটের কিছু অজানা তথ্য…
মাত্র ১৫ বছর বয়সে ১৯৫৬ সালে ব্রাজিলের স্থানীয় ক্লাব স্যান্টোসের হাত ধরে ফুটবল জগতে প্রবেশ পেলের। তার পর তিনি দেশ ও ক্লাবের হয়ে গড়ে গিয়েছেন একাধিক রেকর্ড…
পড়ুন বিস্তারিত – Pele Death: স্যান্টোস থেকে কসমস, কেমন ছিল পেলের ক্লাব জীবন?
তিনটে শব্দ আর কয়েকটি ছবি। পেলের প্রয়াণে সদ্য বিশ্বকাপজয়ীর শোকবার্তা।
পেলের আগে ১০ ছিল সংখ্যামাত্র। প্রয়াত কিংবদন্তিকে শ্রদ্ধা নেইমারের।
স্ত্রী, সন্তানরা হাসপাতালেই সময় কাটাচ্ছিলেন। ক্রিসমাস পালন করেন সেখানেই। কেমন ছিল পেলের ব্যক্তিগত জীবন?
পড়ুন বিস্তারিত: পরিবারের সঙ্গে কেমন সম্পর্ক ছিল ফুটবল সম্রাটের?
মোহনবাগান-কসমস ম্যাচ, ৩৮ বছর পর ফের কলকাতায় এসেছিলেন। স্মৃতি যেন এখনও টাটকা…
পড়ুন: প্রাণের শহরে ফুটবল সম্রাট, স্মৃতিপটে এখনও উজ্জ্বল তিলোত্তমায় পেলে’র আগমন
রুপোর চামচ মুখে জন্মাননি। বহু কষ্টে কেটেছে দিন। পেলের ছেলেবেলা ফিরে দেখা…
পড়ুন: চায়ের দোকানে কাজ-জুতো পরিষ্কার করা… কেমন কেটেছিল পেলের ছেলেবেলা?
শেষযাত্রায় মায়ের বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে পেলের কফিনবন্দী দেহ। ফুটবল কিংবদন্তির মা সেলেস্তের বয়স ১০০ বছর। বয়সের ভারে শয্যাশায়ী তিনি।
ব্রাজিল ফুটবল ফেডারেশন সাত দিনের শোক পালনের নির্দেশিকা জারি করেছে।
বিস্তারিত পড়ুন: ‘ও রেই’-এর জন্য সাত দিনের শোক ঘোষণা ব্রাজিল ফুটবল ফেডারেশনের
“পেলে ছিলেন ব্রাজিলের একজন মহান নাগরিক এবং দেশপ্রেমী। যেখানেই গিয়েছেন ব্রাজিলের সুনাম ছড়িয়েছেন।” ব্রাজিলে তিনদিনের জাতীয় শোক ঘোষণার সময় বলেছেন প্রেসিডেন্ট বলসোনারো।
সোমবার সকালে তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলারকে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে আনা হবে ভিলা বেলমিরো স্টেডিয়ামে। শেষ শ্রদ্ধা জানাতে সকাল ১০টা থেকে অনুরাগীরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।
স্যান্টোস ক্লাবের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। পেলের শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হবে সোমবার। শেষ হতে হতে মঙ্গলবার গড়িয়ে যাবে। শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্যান্টোসের Memorial Necropole Ecumenica-তে সমাধিস্থ করে হবে কফিনবন্দী দেহ।
স্যান্টোস ফুটবল ক্লাবের স্টেডিয়াম ভিলা বেলমিরোয় শায়িত থাকবে পেলের দেহ। অনুরাগীরা সেখানেই শেষবারের মতো শ্রদ্ধা ও বিদায় জানাতে পারবেন কিংবদন্তিকে। সেই ১৫ বছর বয়স থেকে সাও পাওলোর স্যান্টোস ফুটবল ক্লাবে কাটিয়েছেন। প্রচুর কেরিয়ারের মণি মাণিক্য কুড়িয়েছেন। এই দলের জার্সিতেই ১০০০তম গোল রয়েছে পেলের। সবকিছুর শুরু যেখানে, অন্তিম মুহূর্তটাও সেখানেই।