Pele Death: প্রাণের শহরে ফুটবল সম্রাট, স্মৃতিপটে এখনও উজ্জ্বল তিলোত্তমায় পেলে’র আগমন
কলকাতাকে বলা হয়, ভারতীয় ফুটবলের মক্কা। বাঙালিদের হদয়ে ফুটবল, যেখানের এক কোণে চিরস্থায়ী জায়গা রয়েছে ফুটবল সম্রাট পেলের। বাঁ পায়ের জাদুকর কি সত্যিই রক্তমাংসের মানুষ? সন্দিগ্ধ অন্ধ ফুটবল সমর্থক বাঙালির 'ছুঁয়ে' দেখার সুযোগ এসেছিল ১৯৭৭ সালে। সূদূর ব্রাজিল থেকে কলকাতায় এসেছিলেন এডসন আরান্তেস দো নাসিমেন্তো ওরফে পেলে। ৮২ বছর বয়সে তাঁর প্রয়াণের পর স্মৃতির পাতা ওল্টাচ্ছে ডিসেম্বরের শহর।
Most Read Stories