Pele Death: স্যান্টোস থেকে কসমস, কেমন ছিল পেলের ক্লাব জীবন?

ব্রাজিলের ফুটবল আজ অভিভাবকহীন। দীর্ঘ লড়াইয়ের পর জীবনের যুদ্ধ থেমে গেল পেলের (Pele)। ১৫ বছর বয়সে ফুটবলে হাতে খড়ি। উজ্জ্বল কেরিয়ারে রেখে গেলেন এক ঝাঁক স্মৃতি।

| Edited By: | Updated on: Dec 30, 2022 | 11:01 AM
মাত্র ১৫ বছর বয়সে ১৯৫৬ সালে ব্রাজিলের স্থানীয় ক্লাব স্যান্টোসের হাত ধরে ফুটবল জগতে প্রবেশ পেলের। স্যান্টোসের জার্সিতে ৬৩৬ ম্যাচে ৬১৮ গোলের রেকর্ড আছে তাঁর। ছবি: টুইটার

মাত্র ১৫ বছর বয়সে ১৯৫৬ সালে ব্রাজিলের স্থানীয় ক্লাব স্যান্টোসের হাত ধরে ফুটবল জগতে প্রবেশ পেলের। স্যান্টোসের জার্সিতে ৬৩৬ ম্যাচে ৬১৮ গোলের রেকর্ড আছে তাঁর। ছবি: টুইটার

1 / 6
স্যান্টোসের ১৫ বছরের ওই ছোট্ট ছেলে একদিন তাঁর পায়ের জাদুতে  বিশ্ব কাঁপাবে তখনই আঁচ করতে পারেনি কেউ। (ছবি:টুইটার)

স্যান্টোসের ১৫ বছরের ওই ছোট্ট ছেলে একদিন তাঁর পায়ের জাদুতে বিশ্ব কাঁপাবে তখনই আঁচ করতে পারেনি কেউ। (ছবি:টুইটার)

2 / 6
স্যান্টোসের জার্সিতে প্রথম গোল করেছিলেন ১৯৫৬-র ৭ সেপ্টেম্বর। ১৯৬৯-এ তাঁর ৯০৯ ফার্স্ট ক্লাস ম্যাচে নিজের ১০০০তম গোল করেন ফুটবল সম্রাট। (ছবি:টুইটার)

স্যান্টোসের জার্সিতে প্রথম গোল করেছিলেন ১৯৫৬-র ৭ সেপ্টেম্বর। ১৯৬৯-এ তাঁর ৯০৯ ফার্স্ট ক্লাস ম্যাচে নিজের ১০০০তম গোল করেন ফুটবল সম্রাট। (ছবি:টুইটার)

3 / 6
স্যান্টোসের জার্সিতে দীর্ঘ ১৮ বছর খেলার পর ১৯৭৪-তে অবসর ঘোষণা করেন তিনি। এরপর ১৯৭৫ তে সাত মিলিয়ন ডলারের বিনিময়ে যোগ দেন নিউইয়র্ক কসমসে। (ছবি: টুইটার)

স্যান্টোসের জার্সিতে দীর্ঘ ১৮ বছর খেলার পর ১৯৭৪-তে অবসর ঘোষণা করেন তিনি। এরপর ১৯৭৫ তে সাত মিলিয়ন ডলারের বিনিময়ে যোগ দেন নিউইয়র্ক কসমসে। (ছবি: টুইটার)

4 / 6
১৯৭৫-১৯৭৭ মাত্র দু'বছর কসমসের হয়ে খেলতে দেখা গিয়েছিল ফুটবল সম্রাটকে। আমেরিকার ফুটবলের জনপ্রিয়তা বাড়ার পিছনে পেলের ভূমিকা অনস্বীকার্য। (ছবি: টুইটার)

১৯৭৫-১৯৭৭ মাত্র দু'বছর কসমসের হয়ে খেলতে দেখা গিয়েছিল ফুটবল সম্রাটকে। আমেরিকার ফুটবলের জনপ্রিয়তা বাড়ার পিছনে পেলের ভূমিকা অনস্বীকার্য। (ছবি: টুইটার)

5 / 6
কসমসের হয়ে ৬৪ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৩৭ বার। ১৯৭৭-এ আমেরিকার ফুটবলকে বিদায় জানান পেলে। (ছবি: টুইটার)

কসমসের হয়ে ৬৪ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৩৭ বার। ১৯৭৭-এ আমেরিকার ফুটবলকে বিদায় জানান পেলে। (ছবি: টুইটার)

6 / 6
Follow Us: