মাত্র ১৫ বছর বয়সে ১৯৫৬ সালে ব্রাজিলের স্থানীয় ক্লাব স্যান্টোসের হাত ধরে ফুটবল জগতে প্রবেশ পেলের। স্যান্টোসের জার্সিতে ৬৩৬ ম্যাচে ৬১৮ গোলের রেকর্ড আছে তাঁর। ছবি: টুইটার
স্যান্টোসের ১৫ বছরের ওই ছোট্ট ছেলে একদিন তাঁর পায়ের জাদুতে বিশ্ব কাঁপাবে তখনই আঁচ করতে পারেনি কেউ। (ছবি:টুইটার)
স্যান্টোসের জার্সিতে প্রথম গোল করেছিলেন ১৯৫৬-র ৭ সেপ্টেম্বর। ১৯৬৯-এ তাঁর ৯০৯ ফার্স্ট ক্লাস ম্যাচে নিজের ১০০০তম গোল করেন ফুটবল সম্রাট। (ছবি:টুইটার)
স্যান্টোসের জার্সিতে দীর্ঘ ১৮ বছর খেলার পর ১৯৭৪-তে অবসর ঘোষণা করেন তিনি। এরপর ১৯৭৫ তে সাত মিলিয়ন ডলারের বিনিময়ে যোগ দেন নিউইয়র্ক কসমসে। (ছবি: টুইটার)
১৯৭৫-১৯৭৭ মাত্র দু'বছর কসমসের হয়ে খেলতে দেখা গিয়েছিল ফুটবল সম্রাটকে। আমেরিকার ফুটবলের জনপ্রিয়তা বাড়ার পিছনে পেলের ভূমিকা অনস্বীকার্য। (ছবি: টুইটার)
কসমসের হয়ে ৬৪ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৩৭ বার। ১৯৭৭-এ আমেরিকার ফুটবলকে বিদায় জানান পেলে। (ছবি: টুইটার)