Pele Death: গৃহযুদ্ধ থামানো থেকে ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী, ফুটবল সম্রাটের কিছু অজানা তথ্য…

ফুটবল সম্রাট পেলের নামের পাশে রয়েছে অসংখ্য রেকর্ড। ক্লাব ও দেশ মিলিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তির করা গোলসংখ্যাটাও নেহাত কম নয়। মাঠের বাইরে, ইউনেস্কোর গুডউইল অ্যাম্বাসাডর থেকে ব্রাজিলের ক্রীড়ামন্ত্রীর ভূমিকায় বিভিন্ন সময় দেখা গিয়েছে পেলেকে। জেনে নিন ফুটবল সম্রাটের এই রকম কিছু অজানা তথ্য...

| Edited By: | Updated on: Dec 30, 2022 | 10:51 AM
ফুটবল মহলে কান পাতলে শোনা যায়, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে (Pele) নাকি ১৯৬৯ সালে গৃহযুদ্ধও থামিয়ে দিয়েছিলেন! সারা দুনিয়ার কালো মানুষদের উন্নয়নে তিনি হয়ে ওঠেন অন্যতম তারকা। পেলের খ্যাতির মহিমা এমনই ছিল যে, নাইজেরিয়ায় নৃশংস গৃহযুদ্ধ চলাকালীন যুযুধান দুই পক্ষ এই শর্তেই যুদ্ধবিরতিতে রাজি হন যদি তারা এক বার পেলের দেখা পান। লাগোসে হওয়া একটি প্রদর্শনী ম্যাচে খেলেন পেলে। আর সেই সময় তিন দিনের যুদ্ধ বিরতিও হয়। (ছবি-টুইটার)

ফুটবল মহলে কান পাতলে শোনা যায়, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে (Pele) নাকি ১৯৬৯ সালে গৃহযুদ্ধও থামিয়ে দিয়েছিলেন! সারা দুনিয়ার কালো মানুষদের উন্নয়নে তিনি হয়ে ওঠেন অন্যতম তারকা। পেলের খ্যাতির মহিমা এমনই ছিল যে, নাইজেরিয়ায় নৃশংস গৃহযুদ্ধ চলাকালীন যুযুধান দুই পক্ষ এই শর্তেই যুদ্ধবিরতিতে রাজি হন যদি তারা এক বার পেলের দেখা পান। লাগোসে হওয়া একটি প্রদর্শনী ম্যাচে খেলেন পেলে। আর সেই সময় তিন দিনের যুদ্ধ বিরতিও হয়। (ছবি-টুইটার)

1 / 8
ফুটবল সম্রাট পেলে দুনিয়াকে শুধু তাঁর শৈল্পিক ফুটবলে মোহিত করে রাখেননি। পেলের প্রতিভার ছটা বিচ্ছুরিত হয়েছে অন্যান্য মঞ্চেও। ১৯৯৪ সালে পেলেকে ইউনেস্কোর গুডউইল অ্যাম্বাসাডর করা হয়েছিল। (ছবি-টুইটার)

ফুটবল সম্রাট পেলে দুনিয়াকে শুধু তাঁর শৈল্পিক ফুটবলে মোহিত করে রাখেননি। পেলের প্রতিভার ছটা বিচ্ছুরিত হয়েছে অন্যান্য মঞ্চেও। ১৯৯৪ সালে পেলেকে ইউনেস্কোর গুডউইল অ্যাম্বাসাডর করা হয়েছিল। (ছবি-টুইটার)

2 / 8
১৯৯৫ সালে পেলেকে ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ১৯৯৮ সাল অবধি তিনি এই দায়িত্বে ছিলেন। ওই সময় তিনি ব্রাজিলিয়ান ফুটবলে দুর্নীতি কমানোর জন্য এক আইন প্রণয়নের প্রস্তাব দেন, যা "পেলে আইন" নামে পরিচিত হয়েছিল। (ছবি-টুইটার)

১৯৯৫ সালে পেলেকে ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ১৯৯৮ সাল অবধি তিনি এই দায়িত্বে ছিলেন। ওই সময় তিনি ব্রাজিলিয়ান ফুটবলে দুর্নীতি কমানোর জন্য এক আইন প্রণয়নের প্রস্তাব দেন, যা "পেলে আইন" নামে পরিচিত হয়েছিল। (ছবি-টুইটার)

3 / 8
যুক্তরাজ্যের রানির দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি পেয়েছিলেন পেলে। ১৯৯৭ সালে বাকিংহ্যাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথ পেলেকে ব্রিটিশ নাইটহুড উপাধি দিয়েছিলেন। (ছবি-টুইটার)

যুক্তরাজ্যের রানির দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি পেয়েছিলেন পেলে। ১৯৯৭ সালে বাকিংহ্যাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথ পেলেকে ব্রিটিশ নাইটহুড উপাধি দিয়েছিলেন। (ছবি-টুইটার)

4 / 8
বরাবরই পেলের জনপ্রিয়তা ছিল গগনচুম্বী। তাঁর দেশের সরকার, তাঁকে নিয়ে একটা সময় নিরাপত্তাহীনতায় ভুগত। যদি দেশের সম্পদ অন্য কোথাও চলে যায়, সেই কারণে ১৯৬১ সালে ব্রাজিল সরকার পেলেকে সরকারি জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করে। (ছবি-টুইটার)

বরাবরই পেলের জনপ্রিয়তা ছিল গগনচুম্বী। তাঁর দেশের সরকার, তাঁকে নিয়ে একটা সময় নিরাপত্তাহীনতায় ভুগত। যদি দেশের সম্পদ অন্য কোথাও চলে যায়, সেই কারণে ১৯৬১ সালে ব্রাজিল সরকার পেলেকে সরকারি জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করে। (ছবি-টুইটার)

5 / 8
২০১০ সালের ১ অগস্ট পেলেকে নিউইয়র্ক কসমসের সম্মানীয় প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছিল। যদিও যার মূল লক্ষ্য ছিল মেজর সকার লিগে একটি দল নামানো। (ছবি-টুইটার)

২০১০ সালের ১ অগস্ট পেলেকে নিউইয়র্ক কসমসের সম্মানীয় প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছিল। যদিও যার মূল লক্ষ্য ছিল মেজর সকার লিগে একটি দল নামানো। (ছবি-টুইটার)

6 / 8
ফুটবল জগতে পেলের অবদান অনস্বীকার্য। ১৯৯৩ সালে পেলেকে ন্যাশনাল সকার হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। (ছবি-টুইটার)

ফুটবল জগতে পেলের অবদান অনস্বীকার্য। ১৯৯৩ সালে পেলেকে ন্যাশনাল সকার হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। (ছবি-টুইটার)

7 / 8
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ১৯৯৯ সালে পেলেকে শতাব্দীর সেরা ক্রীড়াবিদ হিসেবে বেছে নিয়েছিল। (ছবি-টুইটার)

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ১৯৯৯ সালে পেলেকে শতাব্দীর সেরা ক্রীড়াবিদ হিসেবে বেছে নিয়েছিল। (ছবি-টুইটার)

8 / 8
Follow Us: