Pele Death: কেমন ছিল পেলের চার বিশ্বকাপ?

মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বকাপের মাঠে আলোড়ন ফেলে দিয়েছিলেন ফুটবল সম্রাট পেলে। জীবনের চার বিশ্বকাপে দেশের জার্সিতে ময়দান কাঁপিয়েছেন তিনি।

| Edited By: | Updated on: Dec 30, 2022 | 9:30 AM
মাত্র ১৭ বছর বয়সে ১৯৫৮ সালে ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মাঠে দেখা গিয়েছিল ব্রাজিলের কিংবদন্তি পেলেকে। ওই বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওয়েলসের  বিরুদ্ধে তাঁর একমাত্র গোলেই সেমিফাইনালে পৌঁছয় সেলেকাওরা। ছবি: টুইটার

মাত্র ১৭ বছর বয়সে ১৯৫৮ সালে ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মাঠে দেখা গিয়েছিল ব্রাজিলের কিংবদন্তি পেলেকে। ওই বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিরুদ্ধে তাঁর একমাত্র গোলেই সেমিফাইনালে পৌঁছয় সেলেকাওরা। ছবি: টুইটার

1 / 6
ওই গোলের মাধ্যেমেই বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড গড়েন পেলে। সেই সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ২৩৯  দিন।সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ (১৭ বছর ২৪৪ দিন) হ্যাটট্রিকদাতার রেকর্ডও নিজের দখলে নেন। ছবি: টুইটার

ওই গোলের মাধ্যেমেই বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড গড়েন পেলে। সেই সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন।সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ (১৭ বছর ২৪৪ দিন) হ্যাটট্রিকদাতার রেকর্ডও নিজের দখলে নেন। ছবি: টুইটার

2 / 6
বিশ্বকাপ ফাইনালেও সাফল্য পেয়েছিলেন। প্রতিপক্ষের জালে দু'বার বল জড়িয়েছিলেন। ১৯৫৮ বিশ্বকাপে সেরা উদীয়মান তারকার পুরস্কার উঠেছিল পেলের হাতে। সেই সঙ্গেই জিতে নিয়েছিলেন সিলভার বল এবং সিলভার বুট। ছবি: টুইটার

বিশ্বকাপ ফাইনালেও সাফল্য পেয়েছিলেন। প্রতিপক্ষের জালে দু'বার বল জড়িয়েছিলেন। ১৯৫৮ বিশ্বকাপে সেরা উদীয়মান তারকার পুরস্কার উঠেছিল পেলের হাতে। সেই সঙ্গেই জিতে নিয়েছিলেন সিলভার বল এবং সিলভার বুট। ছবি: টুইটার

3 / 6
পরবর্তী ১৯৬২ বিশ্বকাপ ছিল পেলের কাছে দুঃস্বপ্নের। আগের বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি নিয়ে খেলা শুরু করা পেলে, চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে বাকি টুর্নামেন্টে আর খেলা চালিয়ে যেতে পারেননি। ছবি: টুইটার

পরবর্তী ১৯৬২ বিশ্বকাপ ছিল পেলের কাছে দুঃস্বপ্নের। আগের বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি নিয়ে খেলা শুরু করা পেলে, চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে বাকি টুর্নামেন্টে আর খেলা চালিয়ে যেতে পারেননি। ছবি: টুইটার

4 / 6
 ১৯৬৬ সালের বিশ্বকাপে ব্রাজিল সেরা দল নিয়ে মাঠে নামে। কিন্তু গ্রুপ পর্বেই বিদায় নেয় পেলের ব্রাজিল। প্রথম ম্যাচে বুলগেরিয়ার বিরুদ্ধে এক গোল করেন তিনি। তবে বুলগেরিয়ান ডিফেন্ডারের অমানবিক ফাউলে চোট পান পেলে। চোটের কারণে পরের ম্যাচ মিস করেন। ছবি: টুইটার

১৯৬৬ সালের বিশ্বকাপে ব্রাজিল সেরা দল নিয়ে মাঠে নামে। কিন্তু গ্রুপ পর্বেই বিদায় নেয় পেলের ব্রাজিল। প্রথম ম্যাচে বুলগেরিয়ার বিরুদ্ধে এক গোল করেন তিনি। তবে বুলগেরিয়ান ডিফেন্ডারের অমানবিক ফাউলে চোট পান পেলে। চোটের কারণে পরের ম্যাচ মিস করেন। ছবি: টুইটার

5 / 6
 ১৯৭০-এর বিশ্বকাপে অবশ্য পেলের খেলার কথাই ছিল না। কিন্তু ১৯৬৯ সালের শুরুতে পেলেকে আবার দলে নেওয়া হয়। তিনি যে ফুরিয়ে যাননি, তার প্রমাণও রাখেন ফুটবল সম্রাট। বাছাইপর্বে ছয় ম্যাচে অংশ নিয়ে ছয়টি গোল করেন। ফাইনাল ম্যাচে ইতালির বিরুদ্ধে প্রথম গোলের সন্ধান পান তিনিই। পুরো আসরে চারটি গোল আর সাতটি অ্যাসিস্ট করে টুর্নামেন্ট সেরারপুরস্কার জিতে নেন তিনি। ছবি: টুইটার

১৯৭০-এর বিশ্বকাপে অবশ্য পেলের খেলার কথাই ছিল না। কিন্তু ১৯৬৯ সালের শুরুতে পেলেকে আবার দলে নেওয়া হয়। তিনি যে ফুরিয়ে যাননি, তার প্রমাণও রাখেন ফুটবল সম্রাট। বাছাইপর্বে ছয় ম্যাচে অংশ নিয়ে ছয়টি গোল করেন। ফাইনাল ম্যাচে ইতালির বিরুদ্ধে প্রথম গোলের সন্ধান পান তিনিই। পুরো আসরে চারটি গোল আর সাতটি অ্যাসিস্ট করে টুর্নামেন্ট সেরারপুরস্কার জিতে নেন তিনি। ছবি: টুইটার

6 / 6
Follow Us: