BRA vs SRB FIFA WC, NEYMAR: মাঠ ছেড়ে বেঞ্চে হতাশায় মুখ ঢাকলেন নেইমার, আশঙ্কা!

BRAZIL vs SERBIA FIFA world Cup 2022: দলের সিনিয়র ফুটবলার থিয়াগো সিলভাও জানিয়েছিলেন, মানসিক এবং শারীরিকভাবে সেরা পরিস্থিতিতে রয়েছেন নেইমার। এই ম্যাচে অনেকটা ছন্দ কাটল ব্রাজিল শিবিরে। সোমবার সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ব্রাজিলের।

BRA vs SRB FIFA WC, NEYMAR: মাঠ ছেড়ে বেঞ্চে হতাশায় মুখ ঢাকলেন নেইমার, আশঙ্কা!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2022 | 5:46 AM

লুসেইল : সাম্বা ঝলক। সার্বিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোল এল না। দ্বিতীয়ার্ধে রিচার্লিসনের জোড়া গোলে জিতল ব্রাজিল। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর আনন্দে ভাঁটা পড়ল ব্রাজিল (BRAZIL) শিবিরে। চোট পেয়ে মাঠ ছাড়েন দলের তারকা ফুটবলার নেইমার (NEYMAR)। এই অবধি তবু ঠিক ছিল। বেঞ্চে যেভাবে মুখ ঢেকে বসে রইলেন, আশঙ্কা বাড়াতে বাধ্য ব্রাজিল শিবিরে। ২০১৪ বিশ্বকাপে গুরুতর চোট পেয়েছিলেন নেইমার। দলের সেরা ফুটবলারের চোটে এলোমেলো হয়ে পড়েছিল ব্রাজিল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের আগে ক্লাব ফুটবলে চোট পান। একশো শতাংশ ফিট হয়ে নামতে পারেননি। এ বার সেরা প্রস্তুতি নিয়ে নেমেছিলেন। কেন হঠাৎ চিন্তার মেঘ? তুলে ধরল TV9Bangla

NEYMAR INSIDE

রিচার্লিসনের দ্বিতীয় গোলের ক্ষেত্রে ভূমিকা ছিল নেইমারেরও। তাঁর পাস থেকেই ভিনিসিয়াস গোলে শট মারেন। সার্বিয়া গোলরক্ষক তাঁর শট আটকালেও ফিরতি বলে গোল করেন রিচার্লিসন। ম্যাচের ৮০ মিনিটে নেইমারকে মাঠ ছাড়তে গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছেন নেইমার। পুরো ম্যাচেই সার্বিয়ান ফুটবলারদের টার্গেট ছিলেন ব্রাজিল তারকা। সব মিলিয়ে ৯ বার বিপজ্জনক ফাউল। বিরক্ত হলেও খেলা চালিয়ে যান। তবে নির্ধারিত সময়ের কিছু সময় আগে আরও ফাউলটা খুবই বিপজ্জনক ছিল। মাঠেই প্রাথমিক চিকিৎসা হয়। দীর্ঘসময় মাঠে বসেছিলেন। প্রচন্ড যন্ত্রণায় মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। ডান পায়ের গোড়ালির ছবি আশঙ্কা তৈরি করছে।

গত মরসুমে গোড়ালির চোটে ১২টি ম্যাচে খেলতে পারেননি নেইমার। বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিয়ে এসেছিলেন। ম্যাচের আগের ক’দিন বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। দলের সিনিয়র ফুটবলার থিয়াগো সিলভাও জানিয়েছিলেন, মানসিক এবং শারীরিকভাবে সেরা পরিস্থিতিতে রয়েছেন নেইমার। এই ম্যাচে অনেকটা ছন্দ কাটল ব্রাজিল শিবিরে। সোমবার সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ব্রাজিলের। শিবিরের একটাই চিন্তা, নেইমার ফিট হয়ে উঠবেন তো? সাংবাদিক সম্মেলনে ব্রাজিল কোচ তিতে অবশ্য আস্বস্ত করেছেন, নেইমার পরের ম্য়াচের আগে ফিট হয়ে উঠবেন।