FIFA World Cup 2022: বিশ্বকাপের দল ঘোষণা ব্রাজিলের, নেই ফির্মিনহো, আলভেস প্রশ্নে রেগে আগুন তিতে
Brazil: 'যাঁরা নেতিবাচক বিষয়গুলো লিখছেন, তাঁদের মধ্যে কত শতাংশ ব্রাজিলিয়ান, সেটাও আমার জানা নেই। ভিন্ন মত থাকবেই। তাঁদের মতকেও সম্মান জানাই। তবে সকলকে খুশি করা আমার কাজ নয়।'

রিও ডে জেনেইরো: বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর কিছুদিন। কাতারে হবে এ বারের বিশ্বকাপ। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিল। কাতার বিশ্বকাপের দল ঘোষণা করল ব্রাজিল। ২৬ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে চমক দানি আলভেস। ৩৯ বছর বয়সি দানি আলভেসকে বিশ্বকাপের দলে। ১০ নম্বর জার্সিতে খেলবেন নেইমার। দলে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়ির মতো তরুণ ফুটবলারও। আর কারা সুযোগ পেলেন বিশ্বকাপের দলে? সম্পূর্ণ তালিকা তুলে ধরল TV9Bangla।
ব্রাজিল যে ২৬ জনের তালিকা প্রকাশ করেছে তা হল- অ্যালিসন বেকার, দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনস, ক্যাসেমিরো, অ্যালেক্স স্যান্ড্রো, লুকাস পাকেতা, ফ্রেড, রিচার্লিসন, নেইমার, রাফিনহা, ওয়েভারটন, দানি আলভেস, এডের মিলিতাও, ফ্যাবিনহো, অ্যালেক্স তেলেস, ব্রুনো গিমারেস, অ্যান্টনি, গ্যাব্রিয়েল জেসুস, ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো, ব্রেমার, এডারসন, গ্য়াব্রিয়েল মার্তিনেলি, পেড্রো, এভার্টন রিবেইরো।
ব্রাজিলের ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাননি রবার্তো ফির্মিনহো। ৩৯ বছরের ডিফেন্ডার দানি আলভেসকে দলে রাখায় ব্যপক সমালোচনা চলছে। এতেই রেগে আগুন ব্রাজিল কোচ তিতে। সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয় এই নিয়ে। দানি আলভেস বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেতেই তাঁকে নিয়ে নানা মিম তৈরি হচ্ছে। এ প্রসঙ্গে কোচ তিতে বলেন, ‘আলভেস আমার দলের অন্যতম ক্যাপ্টেন। আমি বিশ্বকাপের দল ঘোষণা করতে এসেছি। সোশ্যাল মিডিয়ায় যাঁরা রয়েছে, তাঁদের খুশি করতে আসিনি। যাঁরা নেতিবাচক বিষয়গুলো লিখছেন, তাঁদের মধ্যে কত শতাংশ ব্রাজিলিয়ান, সেটাও আমার জানা নেই। ভিন্ন মত থাকবেই। তাঁদের মতকেও সম্মান জানাই। তবে সকলকে খুশি করা আমার কাজ নয়।’





