বছর শেষে সিএবি বার্ষিক সাধারণ সভা

শনিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামি ৩০শে ডিসেম্বর হবে সিএবির বার্ষিক সাধারণ সভা।

বছর শেষে সিএবি বার্ষিক সাধারণ সভা
বছর শেষে সিএবির এজিএম
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2020 | 9:23 PM

কলকাতাঃ করোনাকালে নির্দিষ্ট সময়ে সম্ভব হয়নি সিএবির (CAB) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন প্রক্রিয়া। অবশেষে শুক্রবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে , বছর শেষেই হবে সিএবির বার্ষিক সাধারণ সভা। তবে এবার নির্বাচন হওয়ার সম্ভাবণা নেই বললেই চলে।

এদিন অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামি ৩০শে ডিসেম্বর হবে সিএবির বার্ষিক সাধারণ সভা। তবে এবার নির্বাচন প্রক্রিয়ার সম্ভাবণা  নেই। ফের একবার সিএবির সভাপতির মসনদেই বসবেন অভিষেক ডালমিয়া (Avisekh dalmiya)। আর যুগ্মসচিব পদে থাকবেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ই (Snehasish Ganguly)। বাকি পদাধিকারীরাও বহাল থাকবেন নিজ নিজ দায়িত্বে। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, পরের বছরের মাঝমাঝি পর্যন্ত মেয়াদ  রয়েছে অভিষেকের।

এদিকে আগামি ২৮ তারিখ হবে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।সিদ্ধান্ত হয়েছে, এরমাঝে বিসিসিআইয়ের যদি সূচি ঘোষিত হয়, তবে পরিবর্তিত পরিস্থিতিতে অনুষ্ঠানের দিনক্ষণ পরিবর্তন করতে পারেন সভাপতি ও সচিব।