Kafu: নিয়ম ভেঙেও হাততালি পেলেন ব্রাজিলের শেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু
Qatar World Cup 2022: এ বছর বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশেই পৌঁছে যাবে বিশ্বকাপের ট্রফি।

রিও ডি জেনিরো: ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও দেরি নেই। এর মধ্যে বিশ্বকাপ ট্রফিটি অংশগ্রহণকারী বিভিন্ন দেশে ঘুরছে। বিশ্বকাপ ট্রফিটি এখন রয়েছে ব্রাজিলে। ব্রাজিলের রিও ডি জেনিরোর মারকানা স্টেডিয়ামে শুক্রবার প্রদর্শিত হয়েছি বিশ্বকাপের ট্রফি। সেখানে উপস্থিত ছিলেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অধিনায়ক কাফু। তিনি ছাড়াও ব্রাজিলের অনেক খেলোয়াড় উপস্থিত ছিলেন সেখানে। নিময় অনুসারে, এক মাত্র চ্যাম্পিয়ন ফুটবলাররা বিশ্বকাপের ট্রফি ছুঁতে পারেন। শুক্রবার মারাকানা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কাফুর একদা সতীর্থ এবং ১৯৯৪ সালের ব্রাজিল দলের সদস্য জিনহো। তিনি ছিলেন দর্শকাসনে। কিন্তু সেখান থেকে তাঁকে পোডিয়ামে ডেকে নেন কাফু। হিসাবে মতো এই কাজ করে প্রোটোকল ভেঙেছেন কাফু। কিন্তু দর্শকরা তাঁর এই উদ্যোগকে অভিবাদন জানিয়েছেন হাততালি দিয়ে।
জিনহোকে পোডিয়ামে ডাকার আগে কাফু বলেছেন, “অল্প সংখ্যক লোক, যাঁরা বিশেষ কেবল তাঁরাই এই ট্রফি তুলতে পারেন। চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বিশেষ কিছু দেশের সামনে এসেছে। আমরা ব্রাজিলিয়ানরা পাঁচ বার চ্যাম্পয়ন হয়েছি।” জিনহো বলেছেন, “কাফুর নেতৃত্ব প্রশংসাযোগ্য। তাঁর আচরণে সবাই সঙ্গে নিয়ে থাকার প্রবণতা রয়েছে। আমি তাঁকে ধন্যবাদ জানাচ্ছি বিশ্বকাপকে ছোঁয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এই অনুভূতি আসামান্য।”
এ বছর বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশেই পৌঁছে যাবে বিশ্বকাপের ট্রফি। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম বার ঘটল এই ঘটনা। তৈরি হল ইতিহাস। ব্রাজিলের রিও ডি জেনিরো শহর থেকে সেই ট্রফি যাবে সাও পাওলো। সেখান থেকে ওই ট্রফি যাবে আর্জেন্টিনা এবং উরুগুয়েতে। এই ভ্রমণ সেরে বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে ট্রফি পৌঁছে যাবে দোহাতে। তার পর সেখানে রাখা হবে ট্রফি। ১৮ ডিসেম্বর বিশ্বচ্যাম্পিয়নদের হাতে উঠবে সুদৃশ্য ওই ট্রফি।
২০ নভেম্বর থেকে কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হবে কাতার এবং ইকুয়াডর। আল বাত স্টেডিয়ামে হবে সেই খেলা। এ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম খেলা ২৪ নভেম্বর। সার্বিয়ার বিরুদ্ধে। লুসেল স্টেডিয়ামে হবে সেই খেলা।





