জানুয়ারির আগে খোলনলচে বদলাচ্ছে লাল-হলুদের
৪-৫ জন তরুণ প্রতিশ্রুতিমান ভারতীয় ফুটবলারকে নিয়ে দল শক্তিশালী করতে চাইছে এসসি ইস্টবেঙ্গল।
TV9 বাংলা ডিজিটাল: ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট। আইএসএলে এখনও জয় নেই এসসি ইস্টবেঙ্গলের। লিগ তালিকার সবার নীচে ফাউলারের দল। এই অবস্থায় দলের খোলনলছে বদলে ফেলার কাজ শুরু লাল-হলুদের। বলবন্ত,সামাদ,লিংডো সহ একাধিক ফুটবলারকে ছেড়ে দিচ্ছে এসসি ইস্টবেঙ্গল। বড় স্কোয়াড নিয়ে অনুশীলন করাতে চাইছেন না রবি ফাউলার।তাই গোয়াতে সর্বাধিক ২৮-২৯ জনের দল রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
প্রথম পর্বে বাদের তালিকায় আছেন ৯ ভারতীয় ফুটবলার। সেই তালিকায় নাম রয়েছে বলবন্ত,গুরতেজ,সামাদ আলি মল্লিক,লিংডো,রফিক আলি সর্দার,সি কে বিনীতের মত ফুটবলার। যাদের অধিকাংশকেই রিক্রুট করেছিলেন ক্লাব কর্তারা। তবে মাঝ মরসুমে যাতে ছেড়ে দেওয়া ফুটবলাররা সমস্যায় না পড়েন,সেদিকটা দেখছে এসসি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই যেমন গুরতেজ আর রফিক আলি সর্দার মহমেডানে যোগ দিয়েছেন। ওড়িশায় যাচ্ছেন লিংডো। ইর্শাদের সঙ্গে কথা বলছে তার পুরনো ক্লাব গোকুলাম এফসি।
— SC East Bengal (@sc_eastbengal) December 21, 2020
পরিবর্তে ৪-৫ জন তরুণ প্রতিশ্রুতিমান ভারতীয় ফুটবলারকে নিয়ে দল শক্তিশালী করতে চাইছে লাল-হলুদ।ডিফেন্সিভ মিডিও,,স্ট্রাইকার,গোলকিপার পজিসনে ফুটবলার নিতে চাইছে লাল-হলুদ। ২৫-২৬ বছর বয়সী ফুটবলার নিতে চাইছে এসসি ইস্টবেঙ্গল কর্তারা। নজরে রয়েছে এটিকে মোহনবাগানের ধীরজ সিং,শুভ ঘোষের মত ফুটবলার।গোয়ায় কোয়ারেন্টিনে রয়েছেন নবীন গুরুঙ আর রিনো অ্যান্টো। এসসি ইস্টবেঙ্গল সূত্রের খবর আরও কিছু ফুটবলার ছেড়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুন:ডিডিসিএকে বিস্ফোরক চিঠি বেদীর
লাল-হলুদ শিবির এখন তাকিয়ে আছেন তরুণ নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইটের দিকে। অক্টোবরে শেষ ম্যাচ খেলা ব্রাইটকে জানুযারির শুরু থেকেই পাওয়ার ব্যাপারে আশাবাদী ফাউলার। টিম ম্যানেজমেন্টের কর্তাদের আশা দাঁড়িয়ে গেলে টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার হতে পারেন এথেন্সের ক্লাবে খেলা আসা ব্রাইট।