এক ক্লাবের জার্সিতে সর্বাধিক গোলের ৫ নায়ক

এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড করলেন মেসি। লিও ছাড়াও এমন একাধিক তারকা ফুটবলার আছেন যাঁরা একটি ক্লাবের হয়ে দীর্ঘ সময় খেলেছেন। তাঁদের নামের পাশেও আছে অনেক গোল। এমনই পাঁচ জনের হদিশ টিভি ৯ বাংলা ডিজিটালে।

| Edited By: | Updated on: Dec 23, 2020 | 6:29 PM
বার্সেলোনা জার্সিতে মেসির প্রথম গোল ২০০৫ সালে। মঙ্গলবার রাতে ভালভাদিলোর বিরুদ্ধে গোল করে ফুটবল যুবরাজ এখন সবার শীর্ষে।

বার্সেলোনা জার্সিতে মেসির প্রথম গোল ২০০৫ সালে। মঙ্গলবার রাতে ভালভাদিলোর বিরুদ্ধে গোল করে ফুটবল যুবরাজ এখন সবার শীর্ষে।

1 / 5
ব্রাজিলের বিখ্যাত ক্লাব স্যান্টোসের হয়ে ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত খেলেছিলেন ফুটবল সম্রাট পেলে। গোল ৬৪৩টি।

ব্রাজিলের বিখ্যাত ক্লাব স্যান্টোসের হয়ে ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত খেলেছিলেন ফুটবল সম্রাট পেলে। গোল ৬৪৩টি।

2 / 5
বায়ার্ন মিউনিখের হয়ে গার্ড মুলার খেলেছেন ১৯৬৪ থেকে ১৯৭৯ পর্যন্ত। তাঁর নামের পাশে ৫৬৪টি গোল।

বায়ার্ন মিউনিখের হয়ে গার্ড মুলার খেলেছেন ১৯৬৪ থেকে ১৯৭৯ পর্যন্ত। তাঁর নামের পাশে ৫৬৪টি গোল।

3 / 5
ইউসেবিও ১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বেনফিকার হয়ে খেলেছেন। তাঁর গোল সংখ্যা ৪৭৩।

ইউসেবিও ১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বেনফিকার হয়ে খেলেছেন। তাঁর গোল সংখ্যা ৪৭৩।

4 / 5
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন। স্পেনের ক্লাবের জার্সি গায়ে তাঁর গোল ৪৫০টি।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন। স্পেনের ক্লাবের জার্সি গায়ে তাঁর গোল ৪৫০টি।

5 / 5
Follow Us: