FIFA World Cup 2022: কাতারে প্রথম দিনই মেসির শিবিরে জোড়া ধাক্কা
Argentina: আর্জেন্টিনা ফুটবল সংস্থার পক্ষ থেকে সরকারিভাবেও নিকোলাসের ছিটকে যাওয়া এবং অ্যাঞ্জেল করেয়াকে স্কোয়াডে নেওয়ার বিষয়ে ঘোষণা হয়েছে। আশঙ্কা রয়েছে দলের আরও একজন ফুটবলারকে নিয়েও।
দোহা : বিশ্বকাপ দোরগোড়ায়। তার আগেই আর্জেন্টিনা (Argentina) শিবিরে আরও এক ধাক্কা। এ বার ছিটকে গেলেন নিকোলাস গঞ্জালেস। তাঁর পরিবর্ত হিসেবে নেওয়া হল অ্যাঞ্জেল করেয়াকে। বৃহস্পতিবার কাতারে পৌঁছেছেন লিওনেল মেসিরা (Lionel Messi)। স্থানীয় সময় অনুযায়ী রাত ১০টা নাগাদ এল হতাশার খবর। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি যে আশঙ্কা করেছিলেন, সেটাই দিনের শেষে সত্যি হল। আর্জেন্টিনা ফুটবল সংস্থার পক্ষ থেকে সরকারিভাবেও নিকোলাসের ছিটকে যাওয়া এবং অ্যাঞ্জেল করেয়াকে স্কোয়াডে নেওয়ার বিষয়ে ঘোষণা হয়েছে। আশঙ্কা রয়েছে দলের আরও একজন ফুটবলারকে নিয়েও। আর্জেন্টিনা শিবিরের চিত্র তুলে ধরল TV9Bangla।
কাতারে আসার আগে আবু ধাবিতে প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। আরব আমিরশাহির বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। অ্যাঞ্জেল ডি মারিয়ার জোড়া গোল, মেসিও গোল করেছিলেন সেই ম্যাচে। আর্জেন্টিনা জিতেছিল ৫-০ ব্যবধানে। যদিও নামানো হয়নি নিকোলাস গঞ্জালেজকে। বৃহস্পতিবার কাতারে প্রথম দিনের অনুশীলনে চোট পান নিকোলাস। তাঁর পেশীতে চোট রয়েছে বলে জানানো হয়েছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর। নিকোলাসের চোট এতটাই গুরুতর, তাঁর পরিবর্ত নেওয়া ছাড়া উপায় ছিল না। রাত বাড়তেই আরও এক ধাক্কা। ছিটকে গেলেন স্ট্রাইকার জোয়াকিন করেয়াও। শীঘ্রই তাঁর পরিবর্ত ঘোষণা হবে, এমনটাই জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা।
#SelecciónMayor Tras el entrenamiento de hoy, el futbolista Nicolás González sufrió una lesión muscular y quedará desafectado de la nómina mundialista. En su reemplazo, el CT de @Argentina, convoca a Ángel Correa. pic.twitter.com/SkqSuSXtGl
— Selección Argentina ?? (@Argentina) November 17, 2022
আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের পরই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, ‘স্কোয়াডে কিছু চোট আঘাত রয়েছে। আমাদের হয়তো পরিবর্তন করতেও হতে পারে। আশা করব যাতে করতে না হয়। তবে সম্ভাবনা রয়েছে। এই ম্যাচে অনেককেই নামানো হয়নি। কারণ, তারা ম্যাচ খেলার মতো ফিট ছিল না।’ আরব আমিরশাহির বিরুদ্ধে খেললেও আর্জেন্টিনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চোট রয়েছে মার্কোস আকুনারও। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগেই বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা শিবির। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন জিওভানি লো সেলসো। আবু ধাবিতে ম্যাচের পর স্কালোনি যা ইঙ্গিত দিয়েছিলেন, তাতে স্কোয়াডে আরও কিছু পরিবর্তন হলেও অবাক হওয়ার নেই।
#SelecciónMayor El jugador Joaquín Correa también será desafectado de la convocatoria mundialista por lesión.
El reemplazante será informado en las próximas horas. pic.twitter.com/XCx98v66Xt
— Selección Argentina ?? (@Argentina) November 17, 2022