Cristiano Ronaldo : এক লাফে খুদে ভক্ত রোনাল্ডোর কোলে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন নিরাপত্তারক্ষীরা
Watch Video : আইসল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের জার্সিতে ২০০তম ম্যাচে খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওই ম্যাচ নিয়ে আলোচনা চলছেই। তার মধ্যেই ভাইরাল এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে একাধিক নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে রোনাল্ডোর কাছে পৌঁছে গিয়েছে এক খুদে ভক্ত।

রিকজাভিক : ভক্তের ভগবান এমনই তো হয়। পর্তুগাল বনাম আইসল্যান্ডের (Portugal vs Iceland) ম্যাচের শেষে এক মন ভালো করা ছবি দেখা গেল। ছবিটা ঠিক এই রকম… সবে শেষ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মাইলস্টোন ম্যাচ। বিশেষ ম্যাচে দলকে জেতাতে পেরে খুশি পর্তুগালের অধিনায়ক। এমন সময় তিনি দেখতে পেলেন তাঁর দিয়ে দৌড়ে আসছে এক খুদে ভক্ত। তার পিছন পিছন দৌড়াচ্ছে নিরাপত্তারক্ষীরা। এক নিঃশ্বাসে সেই খুটে ভক্ত পৌঁছে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে। শুধু তাই নয়। ওই খুদে ভক্তকে দেখে হাত বাড়িয়ে দেন পর্তুগিজ তারকা। ব্যস সিআর সেভেনের সামনে পৌঁছেই এক লাফে সেই ভক্ত উঠে পড়ল তাঁর কোলে। নিরাপত্তারক্ষীরা সেই সময় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলেন। তাঁদের যে কিছু করার ছিল না। কারণ ওই খুদেকে কোলে নিয়ে তখন চওড়া হাসি রোনাল্ডোর মুখে। তারপর কী হল? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আইসল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের জার্সিতে ২০০তম ম্যাচে খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওই ম্যাচ নিয়ে আলোচনা চলছেই। তার মধ্যেই ভাইরাল এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে একাধিক নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে রোনাল্ডোর কাছে পৌঁছে গিয়েছে এক খুদে ভক্ত। সেই ভক্তকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন রোনাল্ডো। পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীদের ওই বাচ্চাটির গায়ে হাতও লাগাতে দেননি রোনাল্ডো। বরং খুদের আবদারে হাসিমুখে তার সঙ্গে সেলফিও তোলেন রোনাল্ডো।
The legend Cristiano Ronaldo keeps the security man away from the child in order to make him take a picture with him ♥️ pic.twitter.com/A5QHwJAWPL
— 1OZZiil_11 (@1OZ101) June 20, 2023
সিআর সেভেনের ওই খুদে ভক্তর জামাটিও ছিল নজরকাড়া। তাতে ছিল রোনাল্ডোর ছবি। রোনাল্ডোকে সামনে পেয়ে ওই খুদের অমলিন হাসি সকলের নজর কেড়েছে। ওই বাচ্চাটিকে সোশ্যাল মিডিয়ায় ভাগ্যবান বলছেন রোনাল্ডোর অন্যান্য় ভক্তরা।
Cristiano Ronaldo taking picture with a fan after the game. ❤pic.twitter.com/Jnsp1wn4UD
— The CR7 Timeline. (@TimelineCR7) June 20, 2023





