FIFA World Cup 2022: লিও মেসি বিশ্বকাপ জিতলে খুশি হবেন রোনাল্ডো

আর্জেন্টিনার সমর্থকরা মনে প্রাণে চাইছে এ বারের বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঠুক মেসির হাতে। মেসি বিশ্বকাপ জিতুক তেমনটা চাইছেন রোনাল্ডোও (Ronaldo)।

FIFA World Cup 2022: লিও মেসি বিশ্বকাপ জিতলে খুশি হবেন রোনাল্ডো
লিও মেসি বিশ্বকাপ জিতলে খুশি হবেন রোনাল্ডোImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 12:18 PM

দোহা: কাতার বিশ্বকাপই লিওনেল মেসির (Lionel Messi) শেষ বিশ্বকাপ (FIFA World Cup)। এ কথা সকলেরই জানা। খোদ মেসিই বিশ্বকাপ শুরু হওয়ার আগে এই খবর ঘোষণা করেছিলেন। এ বারের বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল। যা ফুটবল বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছিল। হারের ক্ষত তাড়িয়ে বেড়াচ্ছিল মেসিদেরও। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মেসির আর্জেন্টিনা টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছে। আজ লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফাইনালে ওঠার শেষ লড়াই লা আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনার সমর্থকরা মনে প্রাণে চাইছে এ বারের বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঠুক মেসির হাতে। মেসি বিশ্বকাপ জিতুক তেমনটা চাইছেন রোনাল্ডোও (Ronaldo)। কোন রোনাল্ডো চাইছেন এমনটা, তুলে ধরল TV9Bangla

এ বারের বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের সেমিফাইনাল দেখার জন্য এক্কেবারে তৈরি ছিল গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। কিন্তু ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিল টাইব্রেকারে যেভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, তাতে নেইমারদের বিশ্বকাপে মিশন হেক্সার (ছয় নম্বর বিশ্বকাপ জয়) স্বপ্ন ভেঙে গিয়েছে। ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও জানান, লিও মেসি বিশ্বকাপ জিতলে তিনি খুশি হবেন। আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া সেমিফাইনালের আগে তিনি বলেন, “আমি এ বারের বিশ্বকাপের ট্রফিটা মেসির হাতে দেখতে চাই। আর সেটা মনে প্রাণেই চাই। কিন্তু আমার মধ্যে যে ব্রাজিলিয়ান সত্তা রয়েছে, সেটা আর্জেন্টিনাকে বিশ্বকাপজয়ী হিসেবে দেখতে চাইছে না। কারণ ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াইটা সকলেরই জানা।” একইসঙ্গে রোনাল্ডো বলেন, “তবে অবশ্যই, আমি ফুটবলকে রোমান্টিক হিসেবে দেখছি। যে চ্যাম্পিয়ন হোক না কেন আমি উপভোগ করব।”

আট বছর আগে অল্পের জন্য বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে ওঠেনি লিও মেসির। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে গিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এ বার ফের মেসির সামনে সুযোগ দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার। মেসির মতো তারকা দলে থাকা মানেই একটা আলাদা উত্তেজনা থাকে দলের বাকি ফুটবলারদের মধ্যে। এ বারের বিশ্বকাপের ট্রফিটা হাতে রয়েছে মেসির, চারিদিকে আর্জেন্টিনার পতাকা উড়ছে— এই দৃশ্যই দেখতে চাইছে মেসি ও আর্জেন্টিনার সমর্থকরা। এই তালিকায় রয়েছেন ব্রাজিলের রোনাল্ডোও।