ক্লপ, ফাউলার আর তন্ময়ের অবাক কাহিনি
ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার প্রায়ই ভিডিয়ো চ্যাটে আড্ডা দেন ক্লপের সঙ্গে। যে আড্ডায় ফুটবল থেকে শুরু করে ভারতবর্ষ, সব থাকে মিলেমিশে। তেমনই এক আড্ডায় ফাউলার পরিচয় করালেন ক্যামেরার পিছনে থাকা এক তরুণের সঙ্গে।
গোয়া: একেই বলে চান্স পে ডান্স। ফটোগ্রাফাররা সবসময় লেন্সের পিছনে থাকেন। তবে ভাগ্য সহায় থাকলে ক্যামেরার সামনেও আসতে পারেন তাঁরা। তেমন এক ঘটনার সাক্ষী থাকলেন এসসি ইস্টবেঙ্গলের ফটোগ্রাফার তন্ময়। ফুটবলের নেশার টানে সে এখন লাল-হলুদের পেশাদার ফটোগ্রাফার। তবে কপাল সঙ্গ দেওয়ায় নিজের প্রিয় কোচ যুরগেন ক্লপের সঙ্গে পরিচয়পর্ব সারলেন তন্ময়। যা তাঁর কাছে স্বপ্নের মতো। ঘটনাটা কী? ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার প্রায়ই ভিডিয়ো চ্যাটে আড্ডা দেন ক্লপের সঙ্গে। যে আড্ডায় ফুটবল থেকে শুরু করে ভারতবর্ষ, সব থাকে মিলেমিশে। তেমনই এক আড্ডায় ফাউলার পরিচয় করালেন ক্যামেরার পিছনে থাকা এক তরুণের সঙ্গে। ঘটনা এতটাই আকস্মিক যে, তন্ময় পর্যন্ত হকচকিয়ে গিয়েছিলেন। ক্লপ কিন্তু হেসে পুরো ব্যাপারটা সহজ করে দিয়েছিলেন।
Our club photographer Tanmoy got the chance to say hello to one of his favorite football personalities! ? Watch ?@LFC#ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal #SCEBKBFC #JürgenKlopp pic.twitter.com/oiLaNHgsGF
— SC East Bengal (@sc_eastbengal) January 14, 2021
সব ক্লাবই আজকাল নিজস্ব ফটোগ্রাফার রাখে। তাঁদের কাজই হল দিনভর টিমকে ক্যামেরার লেন্সে বন্দি রাখা। এই কাজে পেশাদারিত্ব যেমন লাগে, তেমনই দরকার পড়ে প্যাশন। তন্ময় ফটোগ্রাফির প্রতি সেই ঝোঁক নিয়েই পেশায় এসেছেন। কিন্তু পেশা তো অনেক সময় আরও অনেকের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেয়। সেই বন্ধুত্বই কখনও সখনও এনে দেয় মহামূল্যবান মুহূর্ত। যুরগেন ক্লপ, রবি ফাউলার এবং তন্ময়, ইস্টবেঙ্গল তো বটেই আইএসএলের সঙ্গে জড়িয়ে থাকা আরও অনেক ফটোগ্রাফারের কাছে আশ্চর্য কোলাজ হয়েই থাকবে!