ইউরো কাপ ২০২১ঃ নজরে গ্রুপ ‘এ’

ইউরো কাপের (EURO CUP) সব দিক নিয়ে আলোচনায় এবার TV9 বাংলা। আজকের বিষয় গ্রুপ-'এ'।

ইউরো কাপ ২০২১ঃ নজরে গ্রুপ 'এ'
বেল, চিয়াল্লিনির মত তারকা রয়েছেন গ্রুপ 'এ'-তে
Follow Us:
| Edited By: | Updated on: May 30, 2021 | 11:55 AM

জুরিখঃ আর বাকি মাত্র ২ সপ্তাহ। ইউরোপের সেরা ফুটবল যুদ্ধ দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। করোা বিধ্বস্ত বিশ্বের সামনে এই প্রথম ফুটবলের এত বড় হাইভোল্টেজ টুর্নামেন্ট হাজির হচ্ছে। ১১টি দেশে ছড়িয়ে হবে টুর্নামেন্ট। যা সাম্প্রতীক অতীতে নজিরবিহীন। ইউরো কাপের (EURO CUP) সব দিক নিয়ে আলোচনায় এবার TV9 বাংলা। আজকের বিষয় গ্রুপ-‘এ’।

গ্রুপ -‘এ’-তে রয়েছে চারটি দল-

  1.   ইতালি (ITALY)
  2.   তুরস্ক (TURKEY)
  3.   ওয়েলস (WALES)
  4.    সুইৎজারল্যান্ড (SWITZERLAND)

ইতালিঃ

italy stars

ইতালির ডিফেন্সে দুই ভরসা বোনুচ্চি ও চিয়েল্লিনি

ইউরো কাপে সাফল্য-

  • ১৯৬৮ সালে ইউরো কাপ চ্যাম্পিয়ন ইতালি
  • ২০০০ ও ২০১২ সালে রানার্স আপ আজুরি বাহিনী

ইউরোতে ইতালির পারফরম্যান্স

   ম্যাচ- ৩৮ ( জয়- ১৬, হার-  ৬, ড্র- ১৬)

নজরে থাকা তারকা-

চিয়েল্লিনি ও বোনুচ্চি। ইতালির গর্বের ডিফেন্সের এখন অন্যতম ভরসা। রোনাল্ডোর জুভেন্তাসেও একসাথে এই দুই ডিফেন্ডার খেলছেন দীর্ঘদিন। ডিপ ডিফেন্সে বোঝাপড়া বেশ ভাল বোনুচ্চি ও চিয়েল্লিনির।

তুরস্কঃ

turkey football stars

তুরস্কের দুই ভরসা (বাঁদিকে- ডেমিরাল, ডানদিকে- ইলমাজ)

ইউরো কাপে সাফল্য-

  • ২০০৮ সালে তৃতীয় স্থান অধিকার করে তুরস্ক
  • ২০০০  সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছয় তুরস্ক

ইউরোতে তুরস্কের পারফরম্যান্স

   ম্যাচ- ১৫ ( জয়-৪, হার-  ২, ড্র- )

নজরে থাকা তারকা-

জুভেন্তাসের ডিফেন্সে তরুণ তারকা মেরিহ ডেমিরাল। মাত্র ২৩ বছরেই তুরস্কের জাতীয় দলের অন্যতম ভরসা। অন্যদিকে দলের অধিনায়ক অভিজ্ঞ বুরাক ইলমাজ।ফ্রান্সে লিলে ক্লাবে খেলা ইলমাজ জাতীয় দলের হয়ে ২৮টি গোল করেছেন।

ওয়েলসঃ

wales football stars

ওয়েলসের সুপারস্টার বেল। মাঝমাঠে ভরসা রামসে

ইউরো কাপে সাফল্য-

  • যোগ্যতা অর্জন ১ বারই। ২০১৬ সালের ইউরো কাপে
  • প্রথমবারই ওয়েলস পৌঁছে যায় সেমিফাইনালে। অবশেষে তৃতীয় স্থান পায় প্রতিযোগীতায়।

ইউরোতে ওয়েলসের পারফরম্যান্স

   ম্যাচ- ( জয়- ৪, হার- ২, ড্র- )

নজরে থাকা তারকা-

দলের সেরা অস্ত্র মহাতরাক গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের আপফ্রন্টে অন্যতম ভরা বেল জাতীয় দলের জার্সি গায়ে ৩৩টি গোল করেছেন। অন্যদিকে জুভেন্তাসে রোনাল্ডোর সতীর্থ মিডিও অ্যারন রামসে। মাঝমাঠের অন্যতম ভরসা রামসে ওয়েলসের হয়ে ৬১টি ম্যাচ খেলেছেন।

সুইৎজারল্যান্ডঃ

switzerland football stars

সুইৎজারল্যান্ডের দুই ভরসা ( বাঁদিকে-জাকা ও ডানদিকে- শাকিরি)

ইউরো কাপে সাফল্য-

  • যোগ্যতা অর্জন মোট ৫ বার
  • ২০১৬ সালে প্রিকোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছয় সুইস বাহিনী

ইউরোতে সুইৎজারল্যান্ডের পারফরম্যান্স

   ম্যাচ- ১৩ ( জয়- ২, হার- ৫, ড্র-  )

নজরে থাকা তারকা-

লিভারপুল মাঝামাঠের অন্যতম ভরসা জারদান শাকিরি সুইৎজারল্যান্ডের মাঝমাঠের সবচেয়ে বড় ভরসা। জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ২৩ গোল করেছেন শাকিরি। অন্যদিকে মাঝমাঠে  শাকিরির সতীর্থ গ্রেনিথ জাকা খেলেন ইপিএলের আরেক জায়ান্ট আর্সেনালে। জাতীয় দলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন জাকা।