নয়াদিল্লি: শিয়রে কড়া নাড়ছে ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপ (U-17 Women’s World Cup)। এ বারের যুব বিশ্বকাপের আসর বসছে ভারতে। আজ, শুক্রবার এই মেগা ইভেন্টের ড্র অনুষ্ঠিত হল। আয়োজক দেশ হওয়ার সুবাদে গ্রুপ এ-তে স্থান পেয়েছে ভারত। বাকি ১৫টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ১৮ অক্টোবরের মধ্যে গ্রুপ স্টেজের ২৪টি ম্যাচ খেলা হবে। পুরো টুর্নামেন্ট খেলা হবে ওড়িশা, গোয়া ও মহারাষ্ট্রে । ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম, গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম ও নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। দেশের মেয়েরা রাউন্ড রবিন স্টেজের ম্যাচগুলি খেলবে কলিঙ্গ স্টেডিয়ামে। শেষ আটের ম্যাচগুলি রয়েছে ২১ ও ২২ অক্টোবর, এবং ২৬ অক্টোবরের সেমিফাইনাল ম্যাচ। সব ম্যাচই খেলা হবে ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
📅 𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐦𝐚𝐫𝐤 𝐲𝐨𝐮𝐫 𝐜𝐚𝐥𝐞𝐧𝐝𝐚𝐫𝐬 𝐢𝐧 𝐎𝐜𝐭𝐨𝐛𝐞𝐫 𝐭𝐡𝐮𝐬 ✍️
11th – India 🇮🇳 vs USA 🇺🇸 14th – India 🇮🇳 vs Morocco 🇲🇦 17th – Brazil 🇧🇷 vs India 🇮🇳
FIFA #U17WWC debut 🔜 and an opportunity for all involved to #KickOffTheDream 🎇 pic.twitter.com/jLQpXlp79m
— Indian Football Team (@IndianFootball) June 24, 2022
গ্রুপ বি-তে নাইজেরিয়া যোগ দিল জার্মানি ও নিউজিল্যান্ডের সঙ্গে। চিন রিপাবলিকের স্থান হয়েছে গ্রুপ সি-তে। ফ্রান্সের জায়গা হয়েছে গ্রুপ ডি-তে। গ্রুপ এ-তে ভারত ও ব্রাজিলের সঙ্গী আমেরিকা।
গ্রুপ সি-তে স্পেন ও মেক্সিকোর সঙ্গী চিন
জার্মানি ও নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ বি-তে নাইজেরিয়া।
পট ২-এর শেষ দল কানাডা। গ্রু ডি-তে জাপানের সঙ্গী কানাডা।
গ্রুপ সি-তে স্পেনের সঙ্গী মেক্সিকো।
গ্রুপ বি-তে জার্মানির সঙ্গী নিউজিল্যান্ড।
গ্রুপ এ-তে ভারতের সঙ্গী ব্রাজিল।
গ্রুপ ডি-র প্রথম দল জাপান।
গ্রুপ বি-তে থাকছে জার্মানি।
গ্রুপ এ-তে থাকছে আয়োজক ভারত।
পট ১: ভারত, জাপান,স্পেন, জার্মানি
পট ২: মেক্সিকো, কানাডা, ব্রাজিল এবং নিউজিল্যান্ড
পট ৩: নাইজেরিয়া,ফ্রান্স,চিন, আমেরিকান
পট ৪: কলম্বিয়া, চিলি, মরক্কো, তানজানিয়া
ড্র অনুষ্ঠানের আগে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ভিডিয়ো বার্তা শোনানো হল। ভারতে আসার আমন্ত্রণ জানালেন অংশগ্রহণকারী দেশগুলিকে।
ড্রয়ের মঞ্চে ভারতের প্রশংসায় ফিফা প্রেসিডেন্ট। ২০১৮ সালের ছেলেদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের সাফল্য মনে করিয়ে দিলেন তিনি। বললেন, "এই টুর্নামেন্ট মেয়েদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াবে।"
মঞ্চে উঠলেন সঞ্চালক। শুরু হল অনূর্ধ্ব ১৭ ফিফা মহিলা বিশ্বকাপের ড্র। বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো।
UEFA(ইউরোপ): স্পেন, ফ্রান্স এবং জার্মানি
CONMEBOL(দক্ষিণ আমেরিকা): ব্রাজিল, চিলি এবং কলম্বিয়া
CONCACAF(উত্তর আমেরিকা): কানাডা,মেক্সিকো এবং আমেরিকা
CAF(আফ্রিকা): মরক্কো,নাইজেরিয়া এবং তানজানিয়া
OFC(ওশিয়ানিয়া):নিউজিল্যান্ড
জুরিখে ফিফার সদর দফতরে অনুষ্ঠিত হবে ড্র। সরাসরি সম্প্রচার দেখা যাবে বেশ কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইটে। এছাড়া ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ড্র অনুষ্ঠান।
আজ বিকেল ৩টে ৩০ মিনিটে (ভারতীয় সময় অনুসারে) শুরু হবে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ড্র। সেই ড্র-তে কারা হতে পারে ভারতের সঙ্গী?
1. Predict which teams will join hosts India 🇮🇳 in Group A, picking one team each from the 3 remaining pots ✍️
2. Verify at 3:30 PM IST by tuning in to the Official Draw of #U17WWC on @Sports18 1 / 1 HD 📺 or @VootSelect or FIFA+ 💻/📱 #KickOffTheDream pic.twitter.com/vZfJDp3LcM
— Indian Football Team (@IndianFootball) June 24, 2022
আজ, শুক্রবার এই মেগা ইভেন্টের ড্র অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ হওয়ার সুবাদে গ্রুপ এ-তে স্থান পেয়েছে ভারত। বাকি ১৫টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে।
Who will face who? 🤔
In a few hours, 16 teams will learn their path to World Cup glory.
🔜 #U17WWC Draw, LIVE on FIFA+ ⤵️
— FIFA Women's World Cup (@FIFAWWC) June 23, 2022
Published On - Jun 24,2022 9:00 AM