U-17 Women’s World Cup 2022 Draw Highlights: গ্রুপ এ-তে ভারতের সঙ্গী ব্রাজিল, আমেরিকা ; বাকিরা কোন গ্রুপে দেখে নিন

| Edited By: | Updated on: Jun 24, 2022 | 4:53 PM

U-17 Women’s World Cup India 2022 Live Updates: চলতি বছর দেশের মাটিতে হবে ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ। নজর রাখুন সেই ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপ ড্র-য়ের লাইভ আপডেটে।

U-17 Women’s World Cup 2022 Draw Highlights: গ্রুপ এ-তে ভারতের সঙ্গী ব্রাজিল, আমেরিকা ; বাকিরা কোন গ্রুপে দেখে নিন
নজরে ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপ ড্রয়ের খুঁটিনাটি

নয়াদিল্লি: শিয়রে কড়া নাড়ছে ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপ (U-17 Women’s World Cup)। এ বারের যুব বিশ্বকাপের আসর বসছে ভারতে। আজ, শুক্রবার এই মেগা ইভেন্টের ড্র অনুষ্ঠিত হল। আয়োজক দেশ হওয়ার সুবাদে গ্রুপ এ-তে স্থান পেয়েছে ভারত। বাকি ১৫টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ১৮ অক্টোবরের মধ্যে গ্রুপ স্টেজের ২৪টি ম্যাচ খেলা হবে। পুরো টুর্নামেন্ট খেলা হবে ওড়িশা, গোয়া ও মহারাষ্ট্রে । ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম, গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম ও নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। দেশের মেয়েরা রাউন্ড রবিন স্টেজের ম্যাচগুলি খেলবে কলিঙ্গ স্টেডিয়ামে। শেষ আটের ম্যাচগুলি রয়েছে ২১ ও ২২ অক্টোবর, এবং ২৬ অক্টোবরের সেমিফাইনাল ম্যাচ। সব ম্যাচই খেলা হবে ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 24 Jun 2022 04:46 PM (IST)

    গ্রুপ ড্র ফলাফল

    • গ্রুপ এ: ভারত, আমেরিকা, মরক্কো, ব্রাজিল
    • গ্রুপ বি: জার্মানি, নাইজেরিয়া, নিউজিল্যান্ড, চিলি
    • গ্রুপ সি: স্পেন, কলম্বিয়া, মেক্সিকো,চিন
    • গ্রুপ ডি: জাপান, তানজানিয়া,কানাডা, ফ্রান্স

  • 24 Jun 2022 04:45 PM (IST)

    গ্রুপ-এ-তে ভারত ও ব্রাজিলের সঙ্গী

    গ্রুপ বি-তে নাইজেরিয়া যোগ দিল জার্মানি ও নিউজিল্যান্ডের সঙ্গে। চিন রিপাবলিকের স্থান হয়েছে গ্রুপ সি-তে। ফ্রান্সের জায়গা হয়েছে গ্রুপ ডি-তে। গ্রুপ এ-তে ভারত ও ব্রাজিলের সঙ্গী আমেরিকা।

  • 24 Jun 2022 03:59 PM (IST)

    পট ৩

    গ্রুপ সি-তে স্পেন ও মেক্সিকোর সঙ্গী চিন

  • 24 Jun 2022 03:58 PM (IST)

    পট ৩

    জার্মানি ও নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ বি-তে নাইজেরিয়া।

  • 24 Jun 2022 03:56 PM (IST)

    পট ২

    পট ২-এর শেষ দল কানাডা। গ্রু ডি-তে জাপানের সঙ্গী কানাডা।

  • 24 Jun 2022 03:55 PM (IST)

    পট ২

    গ্রুপ সি-তে স্পেনের সঙ্গী মেক্সিকো।

  • 24 Jun 2022 03:54 PM (IST)

    পট ২

    গ্রুপ বি-তে জার্মানির সঙ্গী নিউজিল্যান্ড।

  • 24 Jun 2022 03:52 PM (IST)

    পট ২

    গ্রুপ এ-তে ভারতের সঙ্গী ব্রাজিল।

  • 24 Jun 2022 03:50 PM (IST)

    পট ১

    গ্রুপ ডি-র প্রথম দল জাপান।

  • 24 Jun 2022 03:49 PM (IST)

    পট ১

    গ্রুপ বি-তে থাকছে জার্মানি।

  • 24 Jun 2022 03:48 PM (IST)

    পট ১

    গ্রুপ এ-তে থাকছে আয়োজক ভারত।

  • 24 Jun 2022 03:44 PM (IST)

    কোন পটে থাকছে কোন দল?

    পট ১: ভারত, জাপান,স্পেন, জার্মানি

    পট ২: মেক্সিকো, কানাডা, ব্রাজিল এবং নিউজিল্যান্ড

    পট ৩: নাইজেরিয়া,ফ্রান্স,চিন, আমেরিকান

    পট ৪: কলম্বিয়া, চিলি, মরক্কো, তানজানিয়া

  • 24 Jun 2022 03:39 PM (IST)

    অনুরাগের বার্তা

    ড্র অনুষ্ঠানের আগে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ভিডিয়ো বার্তা শোনানো হল। ভারতে আসার আমন্ত্রণ জানালেন অংশগ্রহণকারী দেশগুলিকে।

  • 24 Jun 2022 03:38 PM (IST)

    ভারতের প্রশংসায় ফিফা প্রেসিডেন্ট

    ড্রয়ের মঞ্চে ভারতের প্রশংসায় ফিফা প্রেসিডেন্ট। ২০১৮ সালের ছেলেদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের সাফল্য মনে করিয়ে দিলেন তিনি। বললেন, "এই টুর্নামেন্ট মেয়েদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াবে।"

  • 24 Jun 2022 03:33 PM (IST)

    শুরু হল ড্র অনুষ্ঠান

    মঞ্চে উঠলেন সঞ্চালক। শুরু হল অনূর্ধ্ব ১৭ ফিফা মহিলা বিশ্বকাপের ড্র। বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো।

  • 24 Jun 2022 03:26 PM (IST)

    ভারত ছাড়া আর কোন কোন দল থাকছে?

    UEFA(ইউরোপ): স্পেন, ফ্রান্স এবং জার্মানি

    CONMEBOL(দক্ষিণ আমেরিকা): ব্রাজিল, চিলি এবং কলম্বিয়া

    CONCACAF(উত্তর আমেরিকা): কানাডা,মেক্সিকো এবং আমেরিকা

    CAF(আফ্রিকা): মরক্কো,নাইজেরিয়া এবং তানজানিয়া

    OFC(ওশিয়ানিয়া):নিউজিল্যান্ড

  • 24 Jun 2022 03:17 PM (IST)

    কোথায় দেখবেন বিশ্বকাপ ড্র?

    জুরিখে ফিফার সদর দফতরে অনুষ্ঠিত হবে ড্র। সরাসরি সম্প্রচার দেখা যাবে বেশ কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইটে। এছাড়া ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ড্র অনুষ্ঠান।

  • 24 Jun 2022 01:51 PM (IST)

    গ্রুপ এ-তে ভারতের সঙ্গী হতে পারে কারা?

    আজ বিকেল ৩টে ৩০ মিনিটে (ভারতীয় সময় অনুসারে) শুরু হবে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ড্র। সেই ড্র-তে কারা হতে পারে ভারতের সঙ্গী?

  • 24 Jun 2022 11:21 AM (IST)

    আজ ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপ ড্র

    আজ, শুক্রবার এই মেগা ইভেন্টের ড্র অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ হওয়ার সুবাদে গ্রুপ এ-তে স্থান পেয়েছে ভারত। বাকি ১৫টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে।

Published On - Jun 24,2022 9:00 AM

Follow Us: