FIFA World Cup 2022 Highlights: নকআউটে ক্রোয়েশিয়া-মরক্কো, গ্রুপ পর্ব থেকেই বিদায় বেলজিয়ামের
World Cup 2022 Matches Live Score Updates in Bengali: কাতার বিশ্বকাপের একেবারে শেষ পর্যায়ে গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ 'ই' এবং 'এফ' থেকে কোন চারটি দল নকআউটে যাবে সেদিকে থাকবে চোখ। বিশ্বকাপের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র লাইভ ব্লগে।
দোহা: গ্রুপ পর্বের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে কাতার বিশ্বকাপ। বুধবার রাতে পোল্যান্ডের বিরুদ্ধে দারুণ পারফর্ম করে শেষ ষোলোয় পা রেখেছে আর্জেন্টিনা। হেরেও প্রি কোয়ার্টারে উঠেছে রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ডও। আজ, বৃহস্পতিবার নজরে ছিল বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডার মতো দলগুলি। রাত ৮.৩০ নাগাদ গ্রুপ ‘এফ’-এর ম্যাচে মুখোমুখি হয় বেলজিয়াম-ক্রোয়েশিয়া এবং কানাডা-মরক্কো। ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচ ০-০ ড্র করে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল বেলজিয়াম। পরের রাউন্ডে চলে গিয়েছে ক্রোয়েশিয়া। কানাডাকে ২-১ গোলে হারিয়ে নকআউটে পা রেখেছে মরক্কো। রাত ১২.৩০ নাগাদ গ্রুপ ‘ই’-এর দুটি ম্যাচ খেলবে স্পেন-জাপান ও জার্মানি-কোস্টারিকা। জার্মানির কাছে মরণ বাঁচন ম্যাচ। অন্যদিকে পরের রাউন্ডে পা রাখতে এশীয় শক্তি জাপানের বিরুদ্ধে ঝাঁপাবে স্পেন। বিশ্বকাপের ম্যাচ ছাড়াও সবরকম আপডেট পেতে চোখ রাখুন TV9 Bangla-র এই লাইভ পেজে।
LIVE NEWS & UPDATES
-
মরক্কোর জয়
প্রবল চেষ্টা করেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ফলাফল বদলাতে পারল না কানাডা। ২-১ গোলে জয় নিয়ে গ্রুপ এফ থেকে ক্রোয়েশিয়ার সঙ্গেই কাতার বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল মরক্কো।
-
ক্রোয়েশিয়া-বেলজিয়াম ম্যাচ ড্র
ক্রোয়েশিয়া-বেলজিয়াম ম্যাচ গোলশূন্য ড্র। শেষে ষোলোয় পা দিল গতবারের রানার্সরা। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় বেলজিয়ামের।
-
-
মরক্কোকে চাপে রেখেছে কানাডা
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরক্কোকে চাপে রেখেছে কানাডা। মরক্কোর গোলরক্ষককে পরাস্ত করেই দিয়েছিলেন আতিবা হাচিনসন। দুর্ভাগ্যজনকভাবে শট বারে লেগে ছিটকে যায়। কয়েক সেন্টিমিটারের ব্যবধানের জন্য গোল না পেয়ে হতাশা কানাডা শিবিরে। ফলাফল কানাডা ১-২ মরক্কো।
-
ক্রোয়েশিয়া-বেলজিয়াম: হাফ টাইম
ক্রোয়েশিয়া-বেলজিয়াম ম্যাচের প্রথমার্ধ শেষ। ফলাফল ০-০।
-
কানাডা-মরক্কো: হাফ টাইম
কানাডা-মরক্কো ম্যাচে হাফ টাইমের বাঁশি। বিরতিতে যাওয়ার আগে অফসাইডে মরক্কোর গোল বাতিল হয়। ফলাফল কানাডা ১-০ মরক্কো।
-
-
মরক্কোর আত্মঘাতী গোল
মরক্কোর নাইয়াফ অগুয়ার্ডের আত্মঘাতী গোল। ব্যবধান কমাল কানাডা। ম্যাচের ফল কানাডা ১-২ মরক্কো।
-
ক্রোয়েশিয়ার পেনাল্টি বাতিল
ম্যাচের প্রথমার্ধে ক্রোয়েশিয়া পেনাল্টি পেলেও ভার প্রযুক্তিতে তা বাতিল হয়ে যায়।
-
কানাডার বিরুদ্ধে এগিয়ে মরক্কো
শুরু হয়েছে গ্রুপ এফ-এর কানাডা বনাম মরক্কো এবং ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম ম্যাচ। আল থুমামা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই কানাডার বিরুদ্ধে গোল পেয়েছেন মরক্কো। হাকিম জিয়েচ এগিয়ে দেন মরক্কোকে। দ্বিতীয় গোলটি আসে ২৩ মিনিটে। ফলাফল কানাডা ০-২ মরক্কো। অন্যদিকে আহমেদ বিন আলি স্টেডিয়ামে ম্যাচের ৩০ মিনিটেও ক্রোয়েশিয়া-বেলজিয়াম ম্যাচের ফলাফল ০-০।
-
ইতিহাস গড়ার অপেক্ষায়
জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচ অপেক্ষা করছে ইতিহাস গড়ার। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম মহিলা রেফারি দ্বারা ম্যাচ পরিচালিত হবে। এই ইতিহাসের অংশ হবেন রেফারি স্টেফানি ফ্রেপপার্ট ও তাঁর দুই সহযোগী নেওজা ব্যাক এবং কারেন দিয়াজ।
History is set to be made on Thursday! ?
There will be an all-female refereeing trio taking charge for the first time at a men’s #FIFAWorldCup in the match between Costa Rica and Germany.
Referee Stéphanie Frappart will be joined by assistants Neuza Back and Karen Diaz. ? pic.twitter.com/fgHfh2DICK
— FIFA World Cup (@FIFAWorldCup) November 30, 2022
-
মারাদোনাকে টপকে গেলেন মেসি
দিয়োগো মারাদোনাকে ছাপিয়ে গেলেন লিওনেল মেসি। শেষ ষোলোর ঘরে পা দিয়ে কী বললেন তিনি?
পড়ুন বিস্তারিত: মারাদোনা আজ থাকলে দারুণ খুশি হতেন, কে বলে দিচ্ছেন এমন কথা?
-
শেষ ষোলোয় ওঠার আনন্দ
ছবিতে দেখুন শেষ ষোলোয় ওঠার আনন্দ।
? See you both in the Round of 16! ?@Argentina | @LaczyNasPilka | #FIFAWorldCup pic.twitter.com/iu1vuwkH75
— FIFA World Cup (@FIFAWorldCup) November 30, 2022
-
আর্জেন্টিনার স্বপ্ন বেঁচে
পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বেঁচে রইল আর্জেন্টিনার স্বপ্ন।
The Argentina dream lives on ??#FIFAWorldCup #Qatar2022 pic.twitter.com/j1bcuTv70H
— FIFA World Cup (@FIFAWorldCup) November 30, 2022
-
স্বস্তিতে আর্জেন্টাইন সমর্থকরা
বুধবার রাতে পোল্যান্ডের বিরুদ্ধে জিতে শেষ ষোলোয় উঠে গিয়েছে আর্জেন্টিনা। স্বস্তিতে আর্জেন্টাইন সমর্থকরা।
পড়ুন বিস্তারিত: শেষ-১৬তে মেসির আর্জেন্টিনা, হেরেও প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ড
Published On - Dec 01,2022 12:02 PM