FRA vs DEN, Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে ফ্রান্স বনাম ডেনমার্কের ম্যাচ
France vs Denmark, FIFA world Cup 2022 Live Match Score: আগামীকাল গ্রুপ-ডি এর ম্যাচে মুখোমুখি ফ্রান্স ও ডেনমার্ক।
দোহা: শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ। ১৮ নভেম্বর অবধি গোটা বিশ্ব ডুবে থাকবে কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022)। দেশ-বিদেশের ফুটবল প্রেমীদের জন্য এ বারের বিশ্বকাপ আলাদা হতে চলেছে। করোনার পর এই প্রথম ফুটবল বিশ্বকাপ হচ্ছে। ধারা বদলে এ বার জুন-জুলাইয়ে নয়, বিশ্বকাপ হচ্ছে শীতকালে। মোট ৩২ টি দল অংশ নিয়েছে এ বারের বিশ্বকাপে। আগামীকাল গ্রুপ-ডি এর ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স (France) ও ডেনমার্ক (Denmark)। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন ও কীভাবে দেখবেন বিশ্বকাপে ফ্রান্স বনাম ডেনমার্কের ম্যাচ। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও শেষ অবধি ৪-১ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপেরা। গ্রুপ-ডি এর অপর ম্যাচে তিউনিশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেনরা। এ বার দেখার ড্যানিশরা আগামীকালের ম্যাচে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেন কিনা। এই নিয়ে মোট ১৬ বার বিশ্বকাপে অংশ নিচ্ছে ফ্রান্স। অন্যদিকে এই নিয়ে ষষ্ঠ বার বিশ্বকাপে অংশ নিয়েছে ডেনমার্ক।
এ বারের ফুটবল বিশ্বকাপে ফ্রান্স বনাম ডেনমার্কের ম্যাচটি কবে হবে?
এ বারের ফুটবল বিশ্বকাপে ফ্রান্স বনাম ডেনমার্কের ম্যাচটি আগামীকাল শনিবার (২৬ নভেম্বর) হবে।
কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম ডেনমার্কের ম্যাচটি কোথায় হবে?
কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম ডেনমার্কের ম্যাচটি ৯৭৪ স্টেডিয়ামে হবে।
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম ডেনমার্কের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম ডেনমার্কের ম্যাচটি শুরু হবে রাত ৯.৩০ মিনিটে।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম ডেনমার্কের ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম ডেনমার্কের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বিশ্বকাপে ফ্রান্স বনাম ডেনমার্কের ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
কাতার বিশ্বকাপে ফ্রান্সের স্কোয়াড —
গোলরক্ষক: আলফোঁসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মান্দান্দা
আক্রমণভাগ: কিংসলে কোম্যান, ওসমানে দেম্বেলে, অলিভিয়ের জিরো, আন্তোইনে গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে
মাঝমাঠ: এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়োন্দোজি, আদ্রিয়েন ব়্যাবিয়ট, অরিলিয়েঁ শোয়ামেনি, জর্ডান ভেরেতৌ
রক্ষণভাগ: লুকাস হার্নান্ডেজ, থিও হার্নান্ডেজ, প্রিসনেল কিম্পেম্বে, ইব্রাহিম কোনাতে, জুলেস কুন্ডে, বেঞ্জামিন পাভার্ড, উইলিয়াম সালিবা, দাওত উপামেকানো, রাফায়েল ভারান