East Bengal: জামশেদপুর ম্যাচের আগে শিবিরে যোগ ইস্টবেঙ্গলের নতুন বিদেশির
East Bengal New Recruit: এরই মধ্যে তিনটে কার্ড দেখে ফেলেছেন হিজাজি মাহের। জামশেদপুর ম্যাচে তাই বাড়তি সতর্ক থাকতে হবে তাঁকে। জামশেদপুর ম্যাচ কঠিন চ্যালেঞ্জ ফেলিসিও ব্রাউনের কাছে। আইএসএল অভিষেকে গোলের দেখা পেলেও, বাকি দুটো ম্যাচে ফর্মের ধারে কাছে দেখা যায়নি জার্মান ফুটবলারকে। কোচ কুয়াদ্রাত মুখে বলছেন প্রথম ছয়ে থাকার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তবে কাজ বেশ কঠিন। জামশেদপুর ম্যাচ জিতলে, টেবলের চেহারা যে পাল্টে দেবে ইস্টবেঙ্গল তা বলার অপেক্ষা রাখে না।
কলকাতা: নর্থ ইস্ট আর মুম্বই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট অক্সিজেন জুগিয়েছে লাল-হলুদ শিবিরে। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের আট নম্বরে কুয়াদ্রাতের দল। বৃহস্পতিবার জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের। ওই ম্যাচ জিতলেই ছয়ে উঠে আসবেন সৌভিকরা। ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে ইস্পাত নগরীর দল। পঞ্জাবকে চার গোলে উড়িয়ে চনমনে ভার্গেতিসের ছেলেরা। চিমা চুকুদের দলে নতুন সংযোজন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া সিভেরিও। জামশেদপুরের জার্সিতে গোলও পেয়েছেন। কার্ড সমস্যার জন্য পঞ্জাব ম্যাচে মাঠের বাইরে ছিলেন। হায়দরাবাদ থেকে সরাসরি জামশেদপুর পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। দু’দিন বিশ্রামের পর মঙ্গলবার থেকেই অনুশীলনে নামবেন ক্লেটন সিলভারা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কার্ড সমস্যার জন্য হায়দরাবাদ ম্যাচে ছিলেন না মহেশ আর লালচুংনুঙ্গা। দু’জনেই কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরছেন। এদিকে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি সার্বিয়ান ডিফেন্ডার আলেসান্দার প্যান্টিচ সোমবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন। সোম দুপুরেই তিনি টিম হোটেলে প্রবেশ করেন। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করার কথা ইস্টবেঙ্গলের নয়া বিদেশি ডিফেন্ডারের। বৃহস্পতিবারের ম্যাচে সার্বিয়ান ডিফেন্ডারকে পরখ করতে পারেন কুয়াদ্রাত।
এরই মধ্যে তিনটে কার্ড দেখে ফেলেছেন হিজাজি মাহের। জামশেদপুর ম্যাচে তাই বাড়তি সতর্ক থাকতে হবে তাঁকে। জামশেদপুর ম্যাচ কঠিন চ্যালেঞ্জ ফেলিসিও ব্রাউনের কাছে। আইএসএল অভিষেকে গোলের দেখা পেলেও, বাকি দুটো ম্যাচে ফর্মের ধারে কাছে দেখা যায়নি জার্মান ফুটবলারকে। কোচ কুয়াদ্রাত মুখে বলছেন প্রথম ছয়ে থাকার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তবে কাজ বেশ কঠিন। জামশেদপুর ম্যাচ জিতলে, টেবলের চেহারা যে পাল্টে দেবে ইস্টবেঙ্গল তা বলার অপেক্ষা রাখে না।