ISL, Mohun Bagan: হাবাসের অনুশাসনেই চেনা ছন্দে মোহনবাগান

Mohun Bagan Super Giant: ঘনঘন ম্যাচ থেকে আপাতত কয়েকদিনের বিরতি পেয়েছে মোহনবাগান। শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। নর্থ ইস্ট ম্যাচ জেতার পর ফুটবলারদের দুদিনের ছুটি দিয়েছেন হাবাস। ওড়িশাকে হারালে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে মোহনবাগান। হাবাসও ভালো মতো জানেন, এই ম্যাচের গুরুত্ব। হ্যামিলের অবস্থা দেখার পর তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

ISL, Mohun Bagan: হাবাসের অনুশাসনেই চেনা ছন্দে মোহনবাগান
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2024 | 6:59 PM

কলকাতা: আইএসএলের প্রথম পর্বে পরপর তিন ম্যাচে হার। এএফসি কাপে গ্রুপ পর্বে বিদায়। সুপার কাপে বিপর্যয়। মরসুমের মাঝপথে কোচ বদল। আইএসএলের ডার্বিতে ড্রয়ের পর টানা তিন ম্যাচে জয় মোহনবাগানের। চেনা ছন্দে ফিরেছে সবুজ-মেরুন। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছেন দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বসুরা। গত বারের আইএসএল চ্যাম্পিয়নদের ঘিরে ফের স্বপ্ন দেখা শুরু সবুজ-মেরুন জনতার। লিগ শিল্ড জেতার দাবিদার হয়ে উঠেছে মোহনবাগান। সামনে শুধু ওড়িশা এফসি। যদিও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এফসি গোয়া আর মুম্বই সিটি এফসি। কোন অঙ্কে আমূল পরিবর্তন মোহনবাগানের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যান ম্যানেজমেন্টই পাল্টে দিল মোহনবাগানকে। হেভিওয়েট টিম নিয়েও ব্যর্থতার খোলস ছেড়ে বেরোতে পারছিল না ফেরান্দোর দল। হাবাসের হাতে পড়তেই চেনা মোহনবাগানকে দেখা যাচ্ছে মাঠে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বললেন, ‘কামিংস-সাদিকুর মতো হাইপ্রোফাইল ফুটবলারদের সামলাতে হিমসিম খাচ্ছিলেন ফেরান্দো। হাবাস কিন্তু শক্ত হাতে দল নিয়ন্ত্রণ করতে জানে।’

মরসুমের শুরুতেই টেকনিক্যাল ডিরেক্টর করে আনা হয়েছিল হাবাসকে। দূর থেকেই দলের সমস্ত কিছু পর্যবেক্ষণ করতেন। ফেরান্দোর কোচিংয়েও সচরাচর মাথা ঘামাতেন না। তবে স্প্যানিশ কোচের নজরে ছিল সব কিছুই। কাকে কখন দরকার, কাকে কোথায় দরকার সেটাও তিনি জানেন। তাই পূর্ণ দায়িত্ব নিতেই হুগো বোমাসকে আইএসএলের দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেন হাবাস। জনি কাউকোর উপস্থিতিও পাল্টে দিয়েছে মোহনবাগানকে। নর্থ ইস্টের বিরুদ্ধে ফিনল্যান্ডের ইউরো কাপারের পারফরমেন্স নিঃসন্দেহে উল্লেখযোগ্য। একই সঙ্গে দলের ব্যাপারেও ম্যানেজমেন্টের কাউকে নাক গলাতে দেন না হাবাস। তিনিই শেষ কথা। হাবাসের এই অনুশাসনই বদলে দিয়েছে মোহনবাগানকে।

ঘনঘন ম্যাচ থেকে আপাতত কয়েকদিনের বিরতি পেয়েছে মোহনবাগান। শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। নর্থ ইস্ট ম্যাচ জেতার পর ফুটবলারদের দুদিনের ছুটি দিয়েছেন হাবাস। ওড়িশাকে হারালে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে মোহনবাগান। হাবাসও ভালো মতো জানেন, এই ম্যাচের গুরুত্ব। হ্যামিলের অবস্থা দেখার পর তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।