Mohun Bagan: ‘হাবাসের’ টিমে হাহাকার! হায়দরাবাদ ম্যাচের আগে যা ভাবছে মোহনবাগান

Mohun Bagan Super Giant: গত ম্যাচ অর্থাৎ ডার্বি মোহনবাগান শিবিরের কাছে স্বস্তিরও ছিল। প্রথম দলের একঝাঁক ফুটবলার ফিরেছিলেন। সবচেয়ে বড় স্বস্তি ছিল তরুণ ডিফেন্ডার আনোয়ার আলির ফেরা। সেই স্বস্তি অবশ্য সাময়িক। ডার্বিতে ফের চোট আনোয়ারের। চোট পেয়েছেন দলের বিদেশি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলও। শনিবারের ম্যাচে দু-জনকেই পাওয়া যাবে না। কার্ড সমস্যায় নেই দীপক টাংরি ও লিস্টন কোলাসো। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘুরে দাঁড়াতে 'নেই' নিয়ে ভাবার সময় নেই।

Mohun Bagan: 'হাবাসের' টিমে হাহাকার! হায়দরাবাদ ম্যাচের আগে যা ভাবছে মোহনবাগান
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2024 | 3:15 PM

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এ বার মরসুমের শুরুটা দুর্দান্ত হলেও খেই হারিয়েছে মোহনবাগান। এ বারের আইএসএলে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে কলকাতা ডার্বি দিয়ে। আইএসএলে হারের হ্যাটট্রিকের পর ড্র। মাঝে বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। বদলে গিয়েছে অনেক কিছু। ডার্বি থেকেই দায়িত্ব নিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস। শনিবার নতুন ম্যাচ। হাবাসের টিমে অবশ্য হাহাকার মেটেনি। একেই আইএসএলে গত চার ম্যাচে জয় নেই, তার উপর চোট-কার্ড সমস্যা। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামার আগে যা বলছেন মোহনবাগানের কোচ হাবাস ও ফুটবলার অনিরুদ্ধ থাপা। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত ম্যাচ অর্থাৎ ডার্বি মোহনবাগান শিবিরের কাছে স্বস্তিরও ছিল। প্রথম দলের একঝাঁক ফুটবলার ফিরেছিলেন। সবচেয়ে বড় স্বস্তি ছিল তরুণ ডিফেন্ডার আনোয়ার আলির ফেরা। সেই স্বস্তি অবশ্য সাময়িক। ডার্বিতে ফের চোট আনোয়ারের। চোট পেয়েছেন দলের বিদেশি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলও। শনিবারের ম্যাচে দু-জনকেই পাওয়া যাবে না। কার্ড সমস্যায় নেই দীপক টাংরি ও লিস্টন কোলাসো। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘুরে দাঁড়াতে ‘নেই’ নিয়ে ভাবার সময় নেই।

হায়দরাবাদ এফসি ম্যাচের আগের দিন মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলছেন, ‘অবশ্যই আমাদের কাছে কঠিন চ্যালেঞ্জ। হায়দরাবাদ এফসি যথেষ্ট ভালো দল। তবে আমরা পেশাদার। কে আছে কে নেই ভেবে লাভ নেই। সেরা একাদশই মাঠে নামাব। প্রতিটা ম্যাচের মতো এই ম্যাচেও লক্ষ্য একই। ঘরের মাঠে ৩ পয়েন্ট তুলতে হবে। আমি জানি, দল খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এর থেকে ঘুরে দাঁড়াতে পরিশ্রম ছাড়া কোনও বিকল্প নেই।’

মোহনবাগান আক্রমণ ভাগের অন্যতম ভরসা অনিরুদ্ধ থাপাও পরিস্থিতিটা খুব ভালো ভাবেই উপলব্ধি করতে পারছেন। তিনিও কোচের মতোই বলছেন,’কোনও অজুহাত দিতে চাই না। কাল আমাদের তিন পয়েন্ট পেতেই হবে। তার জন্য অল আউট ঝাঁপাতে চাই।’