ISL 2024-25: চেন্নাই ম্যাচের আগে ইস্টবেঙ্গল শিবিরে চোট চিন্তা
East Bengal vs Chennaiyin FC: তিন পয়েন্টকেই পাখির চোখ করছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। লিগ টেবলের একেবারে শেষে দিমিত্রিয়সরা। তবে পরপর ম্যাচ জিতলে টেবলের অবস্থান পাল্টাতে পারে। সেটা ভালোই জানেন কোচ অস্কার ব্রুজো।
কলকাতা: নর্থ ইস্ট ম্যাচ জেতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইস্টবেঙ্গল জনতা। তবে লাল-হলুদ সমর্থকদের আবারও দুশ্চিন্তা বাড়াচ্ছে দলের চোট চিন্তা। কোচ অস্কার ব্রুজোর কপালেও ফেলেছে চিন্তার ভাঁজ। শনিবার চেন্নায়িন এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের। তিন পয়েন্টকেই পাখির চোখ করছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। লিগ টেবলের একেবারে শেষে দিমিত্রিয়সরা। তবে পরপর ম্যাচ জিতলে টেবলের অবস্থান পাল্টাতে পারে। সেটা ভালোই জানেন কোচ অস্কার ব্রুজো। সোমবার থেকেই চেন্নাই ম্যাচের অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল।
সোমবার দলের সঙ্গে অনুশীলন করেননি সাউল ক্রেসপো আর মাদিহ তালাল। মঙ্গলবারও অনুশীলনে এলে, তার মাঝেই প্র্যাকটিস গ্রাউন্ড ছাড়েন ক্রেসপো। ইস্টবেঙ্গল মিডফিল্ডারকে নিয়ে চোট চিন্তা নতুন করে তৈরি হল। সাইডলাইনেই ফিটনেস ট্রেনিং করতে থাকেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ মিডিও। তবে মাঝপথেই অনুশীলন ছেড়ে চলে যান। চেন্নাই ম্যাচে আচমকাই সাউলকে ঘিরে তৈরি হচ্ছে সংশয়ের মেঘ।
মাদিহ তালাল অবশ্য এদিন দলের সঙ্গে পুরো অনুশীলন করেন। দিমিত্রিয়স ডায়ামান্টাকোসের সঙ্গে জুটি বেঁধে অনুশীলনে বেশ কিছু গোলও করলেন। আইএসএলের প্রথম ম্যাচ জেতায় স্বস্তির আবহ তৈরি হলেও, সাউলের চোট নতুন করে চিন্তা বাড়াচ্ছে লাল-হলুদের অন্দরে।