Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vishal Keith: গোল্ডেন গ্লাভস নয়, বাগানকে ট্রফি জেতাতে চান বিশাল

ATK Mohun Bagan: মোহনবাগান সমর্থকদের ভালোবাসা জানাতেও ভুলছেন না বাগান গোলকিপার। ওড়িশা ম্যাচে মাথায় ও কাঁধে চোট পেয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছেড়েছিলেন। ওই অবস্থায় সমর্থকদের উৎকণ্ঠা দেখেছিলেন বিশাল।

Vishal Keith: গোল্ডেন গ্লাভস নয়, বাগানকে ট্রফি জেতাতে চান বিশাল
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2023 | 1:34 PM

কলকাতা: অ্যাওয়ে ম্যাচে ড্র করে কিছুটা স্বস্তিতে এটিকে মোহনবাগান। সোমবার ঘরের মাঠে সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচ। হোম ম্যাচের সুবিধা তুলতে চান হুয়ান ফেরান্দো। এ বারের আইএসএলে লিগ পর্বে হায়দরাবাদকে এক বার হারিয়েছে এটিকে মোহনবাগান। আর একটি ম্যাচে মোহনবাগান হারে হায়দরাবাদের কাছে। সেমিফাইনালে প্রথম দেখায় অমীমাংসিত ভাবে শেষ হয় মোহনবাগান-হায়দরাবাদ দ্বৈরথ। সেমিফাইনালের দ্বিতীয় লেগই ভাগ্য গড়ে দেবে। গত আইএসএলে এই হায়দরাবাদের কাছেই প্লে অফে হারে মোহনবাগান। তাই প্রীতমদের কাছে এই ম্যাচ বদলার। তবে বাগান কোচকে ভাবাচ্ছে ফুটবলারদের ক্লান্তি। টানা ম্যাচ খেলার ধকলই একমাত্র চিন্তার কারণ বাগানের স্প্যানিশ কোচের কাছে। হায়দরাবাদের ফুটবলাররা সেমিফাইনালের আগে বেশ কয়েকটা ম্যাচে বিশ্রাম পেয়েছেন। এ বার দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। ১১টা ম্যাচে কোনও গোল হজম করেনি সবুজ-মেরুন। রক্ষণের পাশাপাশি এর কৃতিত্ব প্রাপ্য গোলকিপার বিশাল কাইথেরও। এ বার গোল্ডেন গ্লাভসও পেয়েছেন বিশাল। বিস্তারিত TV9Bangla-য়।

বাগানের তিন কাঠি আগলে রাখার কারিগর বিশাল অবশ্য এখানেই থামতে চাইছেন না। ট্রফি তোলার স্বপ্ন তাঁর চোখে মুখে। বিশাল বললেন, ‘গোল্ডেন গ্লাভস পেয়ে বেশ ভালো লাগছে। যে কোনও গোলকিপারের কাছেই স্বপ্ন থাকে এই সম্মান পাওয়ার। আমারও স্বপ্ন ছিল গোল্ডেন গ্লাভস পাব। এই সম্মান আমাকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করবে। তবে শুধুমাত্র গোল্ডেন গ্লাভসেই আমি সন্তুষ্ট নই। শেষ দুটো ম্যাচেও অপরাজিত থাকতে চাই।’

বিশাল আরও বলেন, ‘গোল্ডেন গ্লাভস পেলেও আমাকে এখনও নিজের সেরা ফর্মে পৌঁছতে হবে। একজন গোলকিপারের কাজই হল, গোল অক্ষত রাখা। সেটাই করেছি শুধুমাত্র। এজন্য আমি সতীর্থ ফুটবলার এবং কোচেদের কাছে কৃতজ্ঞ। তাদের জন্যই এই সম্মান পেয়েছি। এই সম্মান ওদেরই উৎসর্গ করছি। তবে ট্রফি না জিতলে এ সবের দাম থাকবে না। তাই আইএসএল খেতাব জিততে চাই।’

হিমাচল প্রদেশ থেকে উঠে এসেছেন বিশাল কাইথ। লিগের সব ম্যাচে যে খেলার সুযোগ পাবেন তা প্রথমে ভাবতেই পারেননি। মোহনবাগান সমর্থকদের ভালোবাসা জানাতেও ভুলছেন না বাগান গোলকিপার। ওড়িশা ম্যাচে মাথায় ও কাঁধে চোট পেয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছেড়েছিলেন। ওই অবস্থায় সমর্থকদের উৎকণ্ঠা দেখেছিলেন বিশাল। হাসপাতালে থাকার সময়ও অনেক মানুষের কাছ থেকে ভালোবাসা ও আরোগ্য কামনার বার্তা পেয়েছেন বিশাল। যা সবুজ-মেরুন সমর্থকদের প্রতি তাঁর ভালোবাসা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সমর্থকদের হাতে এ বার আইএসএল ট্রফি তুলে দেওয়াই লক্ষ্য বিশাল কাইথের।