Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AFC CUP : হাবাস ফের বেঙ্গালুরু শিকারে

 বিএফসি নিয়ে হাবাসের স্পষ্ট ধারণা আছে। স্প্যানিশ কোচ বলেও দিচ্ছেন, 'বেঙ্গালুরু গত মরসুমের থেকে অনেক পাল্টেছে। নতুন কোচ, ফুটবলাররা এসেছে। ওদের বিরুদ্ধে কঠিন লড়াই করতে হবে। জিততে হলে শেষ মিনিট পর্যন্ত লড়তে হবে আমাদের।'

AFC CUP : হাবাস ফের বেঙ্গালুরু শিকারে
আজ নজর থাকুক শুধু TV9 বাংলায়
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2021 | 7:56 PM

মলদ্বীপঃ এবার ঝলক দেখানোর অপেক্ষায় রয় কৃষ্ণা। গোলের আলো জ্বালাতে চান ডেভিড উইলিয়ামস। হুগো বোমাস, কার্ল ম্যাকহিউ ফের মেলে ধরতে চান নিজেদের। এএফসি কাপে সবুজ-মেরুন ইতিহাস পুরনো হলেও খুব একটা ঝলমলে নয়। শেষ ষোলোর বাধা টপকাতে পারেনি বাগান। কোচ আন্তনিও হাবাস সেই অতীত যেন পাল্টানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন। তার আগে বেঙ্গালুরু এফসিকে সামলাতে হবে এটিকে-মোহনবাগানকে।

মাঠে নেমে পড়ার আগে হাবাস কিন্তু বলেই দিচ্ছেন, ‘কে, কবে, কোথায় এর আগে জিতেছে, সে সব রেকর্ড বুকে লেখা থাকে। সে দিক থেকে দেখতে গেলে প্রতিটা ম্যাচই নতুন। একই রকম চ্যালেঞ্জ সামলাতে হবে। আমার তো মনে হয়, নতুন পরিবেশে যে দ্রুত মানিয়ে নেবে, তার হাতেই থাকবে ম্যাচের ভাগ্য।’

গ্রুপ লিগে বুধবার সুনীল ছেত্রীর টিমের বিরুদ্ধে প্রথম ম্যাচ কৃষ্ণাদের। আগের মরসুমের বেঙ্গালুরুর সঙ্গে এ বারের টিমের অনেক ফারাক। কোচ পাল্টে গিয়েছে। এসেছেন জার্মান কোচ মার্কো পেজাইওলি। ব্রাজিলিয়ান অ্যালান কোস্টা, কঙ্গোর প্রিন্স ইবারা, গ্যাবনের মুসাভু কিং এসেছেন। বাকি টিম আগের মতোই। প্লে-অফ ম্যাচে জিতে গ্রুপ লিগে পা দেওয়া বিএফসি বেশ ছন্দেই রয়েছে। হাবাসের টিমের বিরুদ্ধে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন সুনীলরা।

বিএফসি নিয়ে হাবাসের স্পষ্ট ধারণা আছে। স্প্যানিশ কোচ বলেও দিচ্ছেন, ‘বেঙ্গালুরু গত মরসুমের থেকে অনেক পাল্টেছে। নতুন কোচ, ফুটবলাররা এসেছে। ওদের বিরুদ্ধে কঠিন লড়াই করতে হবে। জিততে হলে শেষ মিনিট পর্যন্ত লড়তে হবে আমাদের।’

ঈগলসের বিরুদ্ধে রবিবার প্লে-অফের ম্যাচ খেলে মূলপর্বে পা দিয়েছে বেঙ্গালুরু। দু’দিনের মধ্যে নামছে এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে। কোচ মার্কো কিন্তু হাবাসের স্ট্র্যাটেজি খুঁটিয়ে দেখেছেন। তাই বলছেন, ‘মোহনবাগান লং পাসে খেলে। সেকেন্ড বলটা দখলে নেওয়ার জন্য মরিয়া হয়ে নামে। গোলের জন্য মরিয়া তাগিদ দেখায়। এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, হুগো বোমাসের মতো মিডিওকে নিয়ে এসে খেলার স্টাইল বদলাতে চাইছে ওরা। আমাদের বিরুদ্ধে মোহনবাগান আগ্রাসী ফুটবল খেলতে চাইবে।’

শুধু যদি গত আইএসএলের তথ্য ঘাঁটা হয়, এটিকে-মোহনবাগানকে এগিয়েই রাখতে হবে। লিগের দুটো ম্যাচ একটা জিতেছিল বাগান, অন্যটা ড্র। এএফসি কাপে এই ছন্দটাই ধরে রাখতে চান হাবাস। তবে অতীত মাথায় রাখছেন না স্প্যানিশ কোচ। তিনি বরং পাল্টে যাওয়া বেঙ্গালুরুকে বেশ সমীহই করছেন। সমুদ্রে ঘেরা মলদ্বীপে অবশ্য গ্রুপ লিগের বাধা টপকানোটাই প্রাথমিক লক্ষ্য কৃষ্ণা, ডেভিডদের।