ক্লাবকে চূড়ান্ত চুক্তিপত্র ইনভেস্টরের, সমস্যা কি মিটবে?
গত বছর টার্মশিটে সইয়ের পর চূড়ান্ত চুক্তিপত্রে সই করেনি ইস্টবেঙ্গল ক্লাব। টার্মশিট আর চুক্তিপত্রের মধ্যে অসঙ্গতি থাকার দাবি তোলেন কর্তারা। এরপর মাসের পর মাস পেরিয়ে গেলেও চুক্তি জট কাটেনি।

কলকাতা: খেলা হবে দিবসের সন্ধেয় ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবকে পরিমার্জিত চূড়ান্ত চুক্তিপত্র পাঠাল ইনভেস্টর (Investor)। চুক্তি জটে দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছে ইস্টবেঙ্গল ক্লাব আর ইনভেস্টরের। পরিমার্জিত চূড়ান্ত চুক্তিপত্র পাওয়ার পরই আইনজীবীদের কাছে তা পাঠিয়ে দেন কর্তারা।
গত বছর টার্মশিটে সইয়ের পর চূড়ান্ত চুক্তিপত্রে সই করেনি ইস্টবেঙ্গল ক্লাব। টার্মশিট আর চুক্তিপত্রের মধ্যে অসঙ্গতি থাকার দাবি তোলেন কর্তারা। এরপর মাসের পর মাস পেরিয়ে গেলেও চুক্তি জট কাটেনি। এমনকি শেষের দিকে এসেও একটা-দুটো বিষয় নিয়ে অনড় থাকে দুই পক্ষ। অবশেষে সোমবার সন্ধেয় পরিমার্জিত চূড়ান্ত চুক্তিপত্র পাঠায় ইনভেস্টর। সূত্রের খবর, চুক্তিপত্র পাঠানোর জন্য ক্লাব কর্তারা সরাসরি কথা বলেন শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুরের সঙ্গে। আইনজীবীদের পরামর্শ নেওয়ার পরই কার্যকমিটির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্লাব।
চুক্তিপত্রে সই করার আগে ইনভেস্টরের কাছে সম্মতি জানাতে হবে ক্লাবকে। আইনী প্রক্রিয়া এরপরই সম্পন্ন হবে। ক্লাব-ইনভেস্টর চুক্তি জট সম্পন্ন হতে আর একটাই ধাপ বাকি। তবে না আঁচালে বিশ্বাস নেই। এই চুক্তি জটকে কেন্দ্র করে ক্লাব-ইনভেস্টর টানাপড়েন যে জায়গায় পৌঁছেছে, একমাত্র চূড়ান্ত স্বাক্ষরই যার শেষ রাস্তা। লাল-হলুদ সমর্থকদের মনে তাই একটাই প্রশ্ন, সই কি হবে?





