ISL Season 10: বিশ্বকাপের আবহে চেন্নাইয়ের ডেরায় তিন পয়েন্টের লক্ষ্যে মোহনবাগান
Mohun Bagan Super Giant vs Chennaiyin FC Match Preview: চেন্নাইয়ের বিরুদ্ধে শনিবার মাঠে নামছেন অনিরুদ্ধ থাপা। সাত বছর চেন্নাইয়ে খেলার পর দল বদলেছেন। মাঠে নামার আগে বাগান মিডিও বলছেন, ‘সাত বছর এই ক্লাবে খেলেছি। এই প্রথম বার চেন্নাইয়ের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামব। তবে আমি পেশাদার ফুটবলার। এখন মোহনবাগানের জার্সিতেই নিজের সেরাটা দিতে চাই। ওরা দুটো ম্যাচ হারলেও, ঘরের মাঠে খেলতে নামবে।’
চেন্নাই: দুরন্ত ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট। টানা দু’ম্যাচ জিতে টেবল টপার সবুজ-মেরুন। ডুরান্ডের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের কাছে হারের পর থেকেই ঘুরে দাঁড়িয়েছে ফেরান্দোর দল। থামানো যাচ্ছে না কামিংস, সাদিকুদের। ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএলেও তরতরিয়ে এগিয়ে চলেছে পালতোলা নৌকা। এএফসি কাপেও ধারাবাহিকতা বজায় রেখেছে মোহনবাগান। আজ আইএসএলে সামনে চেন্নায়িন এফসি। দুটো হোম ম্যাচের পর এ বার অ্যাওয়ে ম্যাচে খেলতে নামছে সবুজ-মেরুন। চেন্নাই এখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। রবিবার বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই আবহের মাঝেই আজ চেন্নায়িন এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। এরপর বেশ কয়েকদিনের বিশ্রাম। তাই লিগ টেবিলের শীর্ষে থেকেই বিরতিতে যেতে চায় গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত বছর এই চেন্নাইয়ের বিরুদ্ধে বেগ পেতে হয়েছিল মোহনবাগানকে। এ বারের পরিস্থিতি একেবারেই আলাদা। লিগ টেবলে সবার নীচে চেন্নায়িন এফসি। দুটো ম্যাচেই হেরেছে ওয়েন কোলের ছেলেরা। দুটো অ্যাওয়ে ম্যাচের পর এ বার অবশ্য ঘরের মাঠে নামছে চেন্নাই। যদিও প্রতিপক্ষকে হালকা ভাবে দেখতে নারাজ বাগান কোচ। যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন চেন্নাইকে। এই ম্যাচে মাঠে নামার আগে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো বলেন, ‘তিন পয়েন্টেই আমাদের পাখির চোখ। দলের উপর আত্মবিশ্বাস রয়েছে। পুরো শক্তি দিয়েই ঝাঁপাতে চাই। আক্রমণাত্মক ফুটবলই উপহার দিতে চাই। দলের উপর আমাদের সবারই প্রত্য়াশা রয়েছে। তা পূরণ করাই আমাদের কাছে কঠিন চ্যালেঞ্জ।’ গত বার চেন্নাইয়ের বিরুদ্ধে বেগ পেতে হলেও, এ বছরের পরিস্থিতি একেবারেই আলাদা। তা মনে করেন বাগান কোচ। এ বছর আশিক ছাড়া আর কোনও ফুটবলারের চোট আঘাত নেই। এটাই দলের পজিটিভ দিক বলে মনে করছেন বাগানের স্প্যানিশ কোচ।
চেন্নাইয়ের বিরুদ্ধে শনিবার মাঠে নামছেন অনিরুদ্ধ থাপা। সাত বছর চেন্নাইয়ে খেলার পর দল বদলেছেন। মাঠে নামার আগে বাগান মিডিও বলছেন, ‘সাত বছর এই ক্লাবে খেলেছি। এই প্রথম বার চেন্নাইয়ের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামব। তবে আমি পেশাদার ফুটবলার। এখন মোহনবাগানের জার্সিতেই নিজের সেরাটা দিতে চাই। ওরা দুটো ম্যাচ হারলেও, ঘরের মাঠে খেলতে নামবে। লড়াইটা আমাদের কাছে বেশ কঠিন। আমি জানি, চেন্নাইয়ের বিরুদ্ধে দল কী চাইছে। আমাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। অবশ্যই চ্যালেঞ্জিং।’