Mohun Bagan vs East Bengal: কলিঙ্গ সুপার কাপে ডার্বির দামামা, ঘোষণা হল সূচি
Kalinga Super Cup 2024, Kolkata Derby Date: গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান (Mohun Bagan SG) ও ইস্টবেঙ্গল (East Bengal SC)। সুপার কাপের গ্রুপ পর্যায়েই কলকাতা ডার্বি হবে, প্রত্যাশিত ছিল। এ বার সূচিও ঘোষণা করে দিল। এ মরসুমে সিনিয়র দলের এখনও অবধি দুটি ডার্বি হয়েছে। সেটা ডুরান্ড কাপে। মরসুমের তৃতীয় ডার্বি জানুয়ারির মাঝামাঝি।

কলকাতা: কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup 2024) একই গ্রুপে রয়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। গত সোমবারই গ্রুপ বিন্যাস ঠিক করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান (Mohun Bagan SG) ও ইস্টবেঙ্গল (East Bengal SC)। সুপার কাপের গ্রুপ পর্যায়েই কলকাতা ডার্বি হবে, প্রত্যাশিত ছিল। এ বার সূচিও ঘোষণা করে দিল। এ মরসুমে সিনিয়র দলের এখনও অবধি দুটি ডার্বি হয়েছে। সেটা ডুরান্ড কাপে। মরসুমের তৃতীয় ডার্বি জানুয়ারির মাঝামাঝি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নতুন বছরের শুরুতেই ডার্বির স্বাদ পাবেন ফুটবলপ্রেমীরা। যদিও কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়। ভুবনেশ্বর ও কটকে হবে কলিঙ্গ সুপার কাপ। আগামী ১৯ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হবে কলকাতা ডার্বি। কিছুক্ষণ আগেই সুপার কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে কলকাতার দুই প্রধান। মূল পর্ব শুরু ৯ জানুয়ারি। দিনের প্রথম ম্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। সন্ধ্যায় নামছে মোহনবাগান। প্রতিপক্ষ আই লিগের দল।
মোহনবাগানের পরবর্তী ম্যাচ ১৪ জানুয়ারি। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। একই দিন সন্ধ্যায় নামছে মোহনবাগান। প্রতিপক্ষ আই লিগের দল। ১৯ জানুয়ারি বড় ম্যাচ। এই ম্যাচের ওপরই নির্ভর করবে সেমিফাইনালে কোন দল উঠবে। সেমিফাইনাল দুটি হবে ২৪ ও ২৫ জানুয়ারি। সুপার কাপের ফাইনাল ২৮ জানুয়ারি। দিনের ম্যাচগুলি হবে দুপুর ২টো থেকে। সন্ধ্যার ম্যাচ ৭.৩০টায়।
ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মরসুমের প্রথম ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। টানা আটটি হারের পর ডার্বি জয়ের স্বাদ পেয়েছিল লাল-হলুদ শিবির। ডুরান্ড কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান।





