বেঞ্জেমার শেষ মুহূর্তের গোলে মানরক্ষা জিদানের

খেলার ১৫ মিনিটেই লুই সুয়ারেজের (Luis Suarez) গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ের ২ মিনিট আগে রিয়ালকে সমতায় ফেরান বেঞ্জেমা (Karim Benzema)।

বেঞ্জেমার শেষ মুহূর্তের গোলে মানরক্ষা জিদানের
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে বাঁচালেন বেঞ্চেমা। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Mar 08, 2021 | 12:17 PM

মাদ্রিদ: অমীমাংসিত মাদ্রিদ ডার্বি (Madrid Derby)। মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকোর (Atletico Madrid) নিশ্চিত জয় রুখে দিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ৮৮ মিনিটে করিম বেঞ্জেমার (Karim Benzema) গোলে মানরক্ষা জিনেদিন জিদানের। খেলার ১৫ মিনিটেই লুই সুয়ারেজের (Luis Suarez) গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ের ২ মিনিট আগে রিয়ালকে সমতায় ফেরান বেঞ্জেমা (Karim Benzema)।

আরও পড়ুন: বার্সার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট মেসির

লা-লিগার জমজমাট মাদ্রিদ ডার্বি ঘিরে তৈরি হয়েছিল উন্মাদনা। পয়েন্টের বিচারে এগিয়ে থেকেই মাদ্রিদ ডার্বিতে মাঠে নামে দিয়েগো সিমিওনের দল। প্রথমার্ধের ১৫ মিনিটে ফ্লিকে গোল করে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন সুয়ারেজ। সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণ শানাতে থাকে রিয়াল শিবির। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়েন সুয়ারেজরা। দ্বিতীয়ার্ধের অন্তিম মুহূর্তে বেঞ্জেমার গোল স্বস্তি এনে দেয় জিনেদিন জিদানকে। ৮৮ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান ফরাসী স্ট্রাইকার করিম বেঞ্জেমা।

২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লা-লিগার শীর্ষে সিমিওনের দল। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে রিয়াল। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।