বার্সার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট মেসির

রবিবার ন্যু ক্যাম্পে (Camp Nou) বার্সেলোনার (Barcelona) প্রেসিডেন্ট নির্বাচনে (Election) ভোট দিলেন বার্সা সুপারস্টার লিওনেল মেসি (Messi)। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন লাপোর্তা, ভিক্টর ফন্ট এবং টনি ফ্রেইক্সা। মেসির সঙ্গে ক্লাবের প্রেসিডেন্টের মতবিরোধ হলে বার্সা ছেড়ে চলে যাবেন তিনি। নতুন প্রেসিডেন্টের কাছে তাই বড় চ্যালেঞ্জ হতে চলেছে এলএম টেনকে বার্সাতে রাখা।

| Updated on: Mar 07, 2021 | 6:28 PM
ন্যু ক্যাম্পে বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন লিওনেল মেসি। (সৌজন্যে- টুইটার)

ন্যু ক্যাম্পে বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন লিওনেল মেসি। (সৌজন্যে- টুইটার)

1 / 5
ভোট দিতে ছেলে থিয়াগোকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন লিও মেসি।(সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

ভোট দিতে ছেলে থিয়াগোকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন লিও মেসি।(সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

2 / 5
লাপোর্তা এর আগে ২০০৩-২০১০ সাল পর্যন্ত বার্সেলোনার প্রেসিডেন্ট ছিলেন। লাপোর্তা মনে করছেন, তিনি আবার প্রেসিডেন্ট পদে এলে মেসিকে বার্সায় রেখে দিতে পারবেন। (সৌজন্যে-বার্সা গ্যালাক্সি টুইটার)

লাপোর্তা এর আগে ২০০৩-২০১০ সাল পর্যন্ত বার্সেলোনার প্রেসিডেন্ট ছিলেন। লাপোর্তা মনে করছেন, তিনি আবার প্রেসিডেন্ট পদে এলে মেসিকে বার্সায় রেখে দিতে পারবেন। (সৌজন্যে-বার্সা গ্যালাক্সি টুইটার)

3 / 5
অন্য দুই প্রার্থীও পিছিয়ে নেই। ফন্ট ও ফ্রেইক্সাও আত্মবিশ্বাসী, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাঁরাও মেসিকে বার্সায় রেখে দিতে পারবেন। (সৌজন্যে- টুইটার)

অন্য দুই প্রার্থীও পিছিয়ে নেই। ফন্ট ও ফ্রেইক্সাও আত্মবিশ্বাসী, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাঁরাও মেসিকে বার্সায় রেখে দিতে পারবেন। (সৌজন্যে- টুইটার)

4 / 5
ক্লাবের ১০ লাখ সদস্য ভোট দিয়েছেন এই নির্বাচনে। (সৌজন্যে- টুইটার)

ক্লাবের ১০ লাখ সদস্য ভোট দিয়েছেন এই নির্বাচনে। (সৌজন্যে- টুইটার)

5 / 5
Follow Us: