Messi In MLS : মেসিতে লক্ষ্মীলাভ, মহাতারকার ছোঁয়ায় বদলে যাচ্ছে মেজর লিগের চিত্র
মেসির আগমনে শুধু ইন্টার মায়ামি নয়, মেজর লিগ সকার ফুলে ফেঁপে উঠতে চলেছে বলে মনে করছেন ক্লাবের সহ-মালিক ডেভিড বেকহ্যাম।
মায়ামি : একেই হয়তো বলে ‘মেসি এফেক্ট’। মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসির (Lionel Messi) যোগদানের খবর নিশ্চিত হতেই ক্লাবটির সোনার সময় শুরু হয়েছে। গত মরসুমে লিগ টেবলের প্রথম দশের বাইরে থাকা দলটির সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ক্লাবের হয়ে অভিষেক ঘটেছে মেসির। গোল করেছেন, ইন্টার মায়ামিকে (Inter Miami) ম্যাচ জিতিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির আগমনে শুধু ইন্টার মায়ামি নয়, মেজর লিগ সকার ফুলে ফেঁপে উঠতে চলেছে বলে মনে করছেন ক্লাবের সহ-মালিক ডেভিড বেকহ্যাম। কারণ শুধু লাতিন আমেরিকা নয়, গোটা বিশ্বের চোখ মায়ামির দিকে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
মেসির মায়ামিতে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে ক্লাবটির জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল এক ঝটকায়। ইন্টার মায়ামির বিষয়ে গুগল সার্চ বেড়ে যায় ১২০০ শতাংশ। মেসির মায়ামি যোগদানের আগে ইনস্টাগ্রামে ক্লাবটির ফলোয়ার্স সংখ্যা ছিল ১ মিলিয়ন। বর্তমানে সেটা বেড়ে হয়েছে ১২ মিলিয়ন। মায়ামির অন্যান্য সামাজিক মাধ্যমের পাতাতেও একই অবস্থা। শুধু সামাজিক মাধ্যমেই নয়, মেসিকে চাক্ষুস দেখার হিড়িক পড়েছে ফ্লোরিডায়। যুক্তরাষ্ট্রে নাকি ফুটবল নিয়ে উন্মাদনা নেই- এমনই কথা শোনা যায়। অথচ মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম চড়চড়িয়ে বাড়লেও চোখের পলক ফেলতেই নিঃশেষ হয়ে যাচ্ছে টিকিট।
মেসির প্রথম মায়ামি ম্যাচের টিকিটের দাম বেড়েছিল ১০০০ শতাংশেরও বেশি। ২০ জুলাই মেসির অভিষেকের প্রাক্কালে, TicketSmarter-এর দেওয়া তথ্য অনুযায়ী, ক্রুজ আজুলের বিরুদ্ধে লিগ কাপ ম্যাচের গড় টিকিটের মূল্য ছিল ৭১২ ডলার! Vivid Seats অনুসারে, ক্রুজ আজুল ম্যাচের গড় টিকিটের মূল্য ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত ২০৫ শতাংশ বেড়েছে।
ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম এবং এমএলএস ই-কমার্স পার্টনার ফ্যানাটিকস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইন্টার মায়ামিতে মেসির আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এ যাবৎ সবচেয়ে বেশি ব্যবসা হয়েছে। একই সময়সীমার মধ্যে ইন্টার মিয়ামি ফ্যানাটিকসের টপ সেলিং এমএলএস ক্লাবে পরিণত। নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ৫০ শতাংশ বেশি ব্যবসা হয়েছে। ফ্যানাটিকসের তথ্য অনুযায়ী, মেসির জার্সি বিক্রির প্রথম ২৪ ঘন্টা সবধরনের খেলায় যেকোনও খেলোয়াড়ের দল পরিবর্তনের সেরা ২৪ ঘন্টা ছিল। যা পিছনে ফেলে দিয়েছে ২০২১ সালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগদান, ২০২০ সালে টম ব্র্যাডির ট্যাম্পা বে বুকানিয়ারে যোগদান এবং ২০১৮ সালে লেব্রন জেমসের লস অ্যাঞ্জেলেস লেকার্সে যোগদানের ঘটনাকে।
অনলাইন রিটেলার Soccer.com জানিয়েছে, মেসির ১০ নম্বর ইন্টার মায়ামির জার্সি তারা মাত্র একদিনে যত মূল্যে বিক্রি করেছে তা বছরের ছয়মাসে বিক্রি হয়। ইন্টার মায়ামির অন্যতম মালিক জর্জ মাসের আশা মেসির আগমনে ক্লাবের রেভেনিউ বেড়ে দ্বিগুণ হবে। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে ছিল মায়ামির রেভেনিউ ছিল ৫৬ মিলিয়ন ডলার। যা বর্তমানে ৬০০ মিলিয়ন ডলারে গিয়ে দাঁড়িয়েছে।
৩৬ বছরের একজন ফুটবলার যিনি ডজন ডজন লিগ খেতাব জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ, কোপা আমেরিকা- কোনও ট্রফিই অধরা নেই তাঁর ঝুলিতে। গোটা ফুটবল বিশ্ব জয় করার পরও এখনও তিনি আগের মতোই নতুন, আকর্ষণীয় এবং একইসঙ্গে লাভজনক।