LIONEL MESSI : টিস্যু পেপারে প্রথম চুক্তি সই

টেকনিক্যাল ডিরেক্টর এর ক্রমাগত চাপে রাজি হয়ে গেলেন বার্সেলোনার তৎকালীন সভাপতি হুয়াও গাসপার্ট। কিন্তু লাঞ্চ টেবিলের সেই বৈঠকে তো আর চুক্তি সই করা সম্ভব নয়।

LIONEL MESSI : টিস্যু পেপারে প্রথম চুক্তি সই
সেই সুখের সময়ের ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 7:00 AM

বার্সেলোনাঃ  বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি সই করা হল না লিও মেসির। ক্লাবের বিবৃতি বলছে, লা লিগার আর্থিক কাঠামো চুক্তি সইয়ের বাধা। শুরু হোক বা শেষ, বার্সেলোনা আর মেসির চুক্তি সবসময়ই অভিনব।

সালটা 2000, আর্জেন্টিনার এক ক্ষুদে ফুটবলারের খেলায় এতটাই মুগ্ধ হয়েছিলেন তৎকালীন বার্সেলোনার টেকনিক্যাল ডিরেক্টর, যে অনেকের অমতেই মেসিকে বার্সেলোনায় সই করানোর জেদ ধরে বসেন। ক্লাব সভাপতি একটু দেখেশুনে এগোতে চাইছিলেন। কারণ মাত্র 13 বছরের একটা বাচ্চাকে আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় উড়িয়ে আনার বিষয়ে আত্মবিশ্বাস পাচ্ছিলেন না। এদিকে টেকনিক্যাল ডিরেক্টর জেদ ধরে বসে আছেন মেসিকে তার চাই ই চাই। এমনকি হুমকিও দিয়ে বসেছেন বার্সেলোনা না নিলে মেসিকে তিনি রিয়াল মাদ্রিদে পাঠিয়ে দেবেন।

টেকনিক্যাল ডিরেক্টর এর ক্রমাগত চাপে রাজি হয়ে গেলেন বার্সেলোনার তৎকালীন সভাপতি হুয়াও গাসপার্ট। কিন্তু লাঞ্চ টেবিলের সেই বৈঠকে তো আর চুক্তি সই করা সম্ভব নয়। সভাপতির মত পাল্টে যেতে পারে, এই আশঙ্কায় টেকনিক্যাল ডিরেক্টর রেস্যাক লাঞ্চ টেবিল থেকে একটা টিস্যু পেপার তুলে তাতেই লিখে ফেললেন চুক্তি। 14 ই ডিসেম্বর 2000। সেদিনই ভিত স্থাপন হয়েছিল একটা অধ্যায়ের। যে অধ্যায় শেষ হলো 2021 এসে।

21 বছর আগে একটা টিস্যু পেপার হয়ে উঠেছিল মেসির প্রথম চুক্তিপত্র। আর ২১ বছর পর মহাতারকা মেসির চুক্তিপত্র খবরের শিরোনামে। সেবার বার্সেলোনায় আসা। আর এবার বার্সেলোনা ছেড়ে যাওয়া।