Copa America 2024: নিজে মিস করলেও গোল করালেন মেসি, লিওর রেকর্ড ম্যাচে জয় আর্জেন্টিনার
ARG vs CAN: একদিকে ফুটবল প্রেমীরা যখন ইউরো কাপে মজেছেন, সেই সময় অপরদিকে কোপা আমেরিকার বোধন হয়ে গেল। টুর্নামেন্টের গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচ আবার লিওনেল মেসির মাইলস্টোন ম্যাচ।

কলকাতা: কোপা আমেরিকার (Copa America 2024) ঢাকে কাঠি পড়ল। ভারতীয় সময় অনুসারে শুক্রবার ভোর বেলায় কোপা যাত্রা শুরু করল লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা। প্রতিপক্ষ এই টুর্নামেন্টের নবাগত টিম কানাডা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ ব্যবধানে হারাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির রেকর্ডের ম্যাচ ছিল এটি। কিন্তু রেকর্ডের ম্যাচে মেসি গোল উপহার দিয়ে রাঙিয়ে রাখতে পারলেন না। অবশ্য দল জেতায় হাসি মুখে মাঠ ছাড়তে পেরেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
কানাডাকে হারাতে খুব বেগ পেতে হয়নি কাতার বিশ্বকাপজয়ীদের। অবশ্য বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করেছে মেসির আর্জেন্টিনা। তা না হলে ২-০-র জায়গায় কানাডার বিরুদ্ধে আর্জেন্টিনা আরও বড় ব্যবধানে জিততে পারত। কোপা আমেরিকার ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হলেন লিওনেল মেসি। কানাডার বিরুদ্ধে কোপার এই ম্যাচ আর্জেন্টিনার ক্যাপ্টেনের কাছে ৩৫তম। নিজের মাইলস্টোন ম্যাচে মেসি গোল না পেলেও, করিয়েছেন। নীল-সাদা জার্সিধারীদের দুই গোলেই মেসির প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে। অবশ্য এই ম্যাচে তিনি কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করেছেন।
গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শুরুটা ভালোই করেছিল কানাডা। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেই এসেছে আর্জেন্টিনার ২টি গোল। প্রথমটি করেন জুলিয়ান আলভারেজ, ৪৯ মিনিটে। লিও মেসির বাড়ানো বল ডি বক্সে রেয়ে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার পাস দেন আলভারেজকে। এরপর তিনি বল জালে জড়িয়ে দেন। আর দ্বিতীয় গোলটি হয় ৮৮ মিনিটে। কানাডার কফিনে শেষ পেরেক পুঁতে দেন লাওতারো মার্তিনেজ। মেসির সরাসরি পাস থেকে কানাডার জালে বল জড়িয়ে দেন মার্তিনেজ। দ্বিতীয়ার্ধে জোড়া গোলের সুযোগ মিস করেছেন মেসি। অবশ্য একা আর্জেন্টিনার ফুটবলাররাই নয়, এই ম্যাচে গোল মিস করেছেন কানাডার ফুটবলাররাও। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ চিলির বিরুদ্ধে। এ বার দেখার ওই ম্যাচে মেসি গোল পান কিনা।
What a way to start the tournament 🫶 pic.twitter.com/KfC2HhVtCm
— CONMEBOL Copa América™️ ENG (@copaamerica_ENG) June 21, 2024





