Messi Injury: হাঁটুর চোটে ছিটকে গেলেন মেসি

মঙ্গলবার পিএসজির তরফ থেকে সরকারি ভাবে জানান হয়, বুধবারের ম্যাচে খেলতে পারবেন না মেসি। লিয়ঁর বিরুদ্ধে খেলার সময় বাঁ-পায়ের হাঁটুতে চোট পান তিনি। এমআরআই করে দেখা যায়, হাঁটুর হাড়ে ক্ষত রয়েছে। ফলে আপাতত বিশ্রামের প্রয়োজন তাঁর।

Messi Injury: হাঁটুর চোটে ছিটকে গেলেন মেসি
Messi Injury: হাঁটুর চোটে ছিটকে গেলেন মেসি (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2021 | 8:26 AM

প্যারিস: বুধ রাতে মেত্জের বিরুদ্ধে নামার আগেই খারাপ খবর পিএসজি (PSG) শিবিরে। হাঁটুর চোটে লিগ ওয়ানের ম্যাচে ছিটকে গেলেন লিওনেল মেসি (Lionel Messi)। লিয়ঁর (Lyon) বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। ফলে বুধ রাতের ম্যাচে না থাকায়, পিএসজির হয়ে গোল করার অপেক্ষা আরও বাড়ল মেসির।

লিয়ঁর বিরুদ্ধে লিগ ওয়ানের (League One) ম্যাচে ৭৬ মিনিটে মেসিকে তুলে নেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো (Mauricio Pochettino)। কোচের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। কোচের সঙ্গে হাত না মিলিয়েই বেঞ্চে গিয়ে বসেন মেসি। যা নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়। ম্যাচে লিয়ঁকে ২-১ গোলে হারায় পিএসজি। খেলার ইনজুরি টাইমে ইকার্দির গোলে জেতেন নেইমাররা। লিগ ওয়ানে ১০০ শতাংশ জয়ের রেকর্ড বজায় রয়েছে প্যারিস সাঁ জাঁ-র (Paris Saint Germain)।

মঙ্গলবার পিএসজির তরফ থেকে সরকারি ভাবে জানান হয়, বুধবারের ম্যাচে খেলতে পারবেন না মেসি। লিয়ঁর বিরুদ্ধে খেলার সময় বাঁ-পায়ের হাঁটুতে চোট পান তিনি। এমআরআই করে দেখা যায়, হাঁটুর হাড়ে ক্ষত রয়েছে। ফলে আপাতত বিশ্রামের প্রয়োজন তাঁর। চোট পর্যবেক্ষণের পরই মাঠে নামবেন মেসি। সামনের সপ্তাহেই ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Chhampions League) ম্যাচ আছে পিএসজির। সেখানে মেসিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী পিএসজি টিম ম্যানেজমেন্ট।

রবি রাতে কোচের সিদ্ধান্তে অখুশি হয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে সে প্রসঙ্গে পচেত্তিনো বলেন, ‘চোট-আঘাত এড়াতেই মেসিকে তুলে নিয়েছিলাম। সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ওকে রক্ষা করা আমাদের কর্তব্য। কিছু কিছু সিদ্ধান্ত ফুটবলাররা মেনে নিতে পারে না। তা নিয়ে কথা কাটাকাটি হতে পারে। তবে ম্যাচের শেষে মেসি বুঝতে পারায় আমার সিদ্ধান্ত মেনে নিয়েছিল।’