Lionel Messi: ফাইনাল ম্যাচটাই শেষ, বিশ্বকাপে আর দেখা যাবে না মেসি ম্যাজিক

বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলেন এটাই হয়তো তাঁর শেষ বিশ্বকাপ। তাও ভক্তমনে আশা ছিল, হয়তো আবার বিশ্বমঞ্চে মেসি ম্যাজিক দেখার সৌভাগ্য হবে। কিন্তু তা আর হল না। সব আশায় জল ঢেলে দিয়ে আর্জেন্টিনার ক্যাপ্টেন জানালেন, কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে।

Lionel Messi: ফাইনাল ম্যাচটাই শেষ, বিশ্বকাপে আর দেখা যাবে না মেসি ম্যাজিক
বিশ্বমঞ্চে আর দেখা যাবে না মেসি ম্যাজিকImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2022 | 12:35 PM

দোহা: কাতারেই খেলবেন শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022)। মধ্যপ্রাচ্যের দেশটিতে ফুটবল উৎসব শুরুর আগেই বলে দিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু মানুষটি যখন আর্জেন্টিনার সমর্থকদের আশা-ভরসা প্রতীক, তাঁকে নিয়ে জল্পনা তো থাকবেই। সেমিফাইনালের আগের দিন সাংবাদিক সম্মেলনে কোচ লিওনেল স্কালোনির দিকে ধেয়ে এসেছিল একই প্রশ্ন। এটাই কি মেসির শেষ বিশ্বকাপ? কাতার বিশ্বকাপেই কি আর্জেন্টিনার (Argentina) জার্সিতে শেষ বিশ্বকাপ খেলবেন এলএমটেন? স্কালোনি সঠিক উত্তর দিতে পারেননি। শুধু আশার কথা শুনিয়েছিলেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল জয়ের পর নিজেই প্রশ্নের উত্তর দিলেন লিও। বলে দিলেন, আগামী ১৮ ডিসেম্বর লুসেইল স্টেডিয়ামে কেরিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলবেন। আর্জেন্টিনার জার্সিতেও কি এটা শেষ ম্যাচ? কী বললেন আর্জেন্টাইনদের প্রাণভোমরা, তুলে ধরল TV9 Bangla

আকাশি-সাদা শিবিরে প্রবল খুশির হাওয়া। ক্রোয়েশিয়াকে পরাজিত করে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা। এলএমটেন ও জুলিয়ন আলভারেজের অনবদ্য গোলে লুকা মদ্রিচদের ৩-০ গোলে হারিয়ে ফাইনালের রাস্তা তৈরি করে ফেলেছে আর্জেন্টিনা। জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিও বলেন, “ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে। আমার বিশ্বকাপ সফর শেষ হবে এই ফাইনাল ম্যাচেই। পরের বিশ্বকাপ অনেক দেরি তাই আমার পক্ষে তা আর খেলা সম্ভব হবে না।” ভক্তমনে আশা ছিল যে হয়তো আবার বিশ্বকাপের মঞ্চে মেসি ম্যাজিক দেখার সৌভাগ্য হবে। কিন্তু তা আর হল না। সব আশায় জল ঢেলে দিলেন আর্জেন্টাইন ক্যাপ্টেন।

আর্জেন্টিনার জার্সিতে কাতার বিশ্বকাপের ফাইনাল তাঁর শেষ ম্যাচ কি না তা স্পষ্ট করেননি মেসি। সমর্থকরা চান, বিশ্বকাপে আর না খেললেও আর্জেন্টিনার হয়ে আরও কয়েকবছর খেলা চালিয়ে যান মেসি। আশা করা যায়, আর্জেন্টিনার জাতীয় দলে মেসির ভবিষ্যৎ নিয়ে বাকি প্রশ্নের উত্তর ফাইনালের পরই মিলবে। কিন্তু মেসির এই বক্তব্যে জাতীয় দল থেকে তাঁর অবসরের ইঙ্গিত স্পষ্ট। আপাতত ফোকাস ১৮ ডিসেম্বরের ‘ব্যাটেল অব লুসেইল’। কেরিয়ারের শেষ বিশ্বকাপে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে সোনালি কাপ উপহার দেওয়াই লক্ষ্য লিও মেসির।

মঙ্গলবার রাতে সেমিফাইনাল ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে মদ্রিচরা। বলের দখল রাখতে পারছিল না স্কালোনির শিষ্যরা। তবে ধীরে ধীরে আক্রমণে ফিরে আসে মেসি ব্রিগেড। প্রথম ৩৮ মিনিটে পেনাল্টি থেকে মেসির ১ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর জুলিয়ন আলভারেজের পরপর ২ গোলে এগিয়ে ফাইনালে উঠে যায় মেসিরা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এক অন্য মেসিকে দেখা গেল। গোল করলেন এবং গোল করালেন। সেই সঙ্গেই ছাপিয়ে গেলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড। ১১টি গোল নিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলদাতা এখন তিনিই।