Lionel Messi : রোনাল্ডোর মতো সৌদির ক্লাবে মেসিও, সই সম্পূর্ণ!
Messi in Saudi Arabia: ক্লাবকে না জানিয়ে এই সফরের জন্যই ক্ষুব্ধ হয়েছিল পিএসজি। ক্লাবের তরফে মেসিকে নির্বাসিত করার পর তিনি ক্ষমাও চেয়ে নেন ক্লাব এবং সতীর্থদের কাছে। তবে মেসির এই সফর ঘিরে নানা অঙ্কও কাজ করছিল। রোনাল্ডোর মতো লিওনেল মেসিকেও নতুন মরসুমে সৌদি আরবে খেলতে দেখা যাবে, এমনটাই সূত্রের খবর।

প্য়ারিস : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পথে এ বার লিওনেল মেসিও? সূত্র এবং অঙ্ক তাই বলছে। প্য়ারিস স্য়ঁ জ্য়ঁ-র সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে লিওনেল মেসির। তাঁকে দু-সপ্তাহের জন্য নির্বাসিত করেছে ক্লাব। তার কারণ, সৌদি আরব ভ্রমণ। কিছুদিন আগেই সৌদি আরবে গিয়েছিলেন পিএসজি ফুটবলার লিওনেল মেসি। ক্লাবকে না জানিয়ে এই সফরের জন্যই ক্ষুব্ধ হয়েছিল পিএসজি। ক্লাবের তরফে মেসিকে নির্বাসিত করার পর তিনি ক্ষমাও চেয়ে নেন ক্লাব এবং সতীর্থদের কাছে। তবে মেসির এই সফর ঘিরে নানা অঙ্কও কাজ করছিল। রোনাল্ডোর মতো লিওনেল মেসিকেও নতুন মরসুমে সৌদি আরবে খেলতে দেখা যাবে, এমনটাই সূত্রের খবর। সংবাদ সংস্থা এএফপির খবর অনুযায়ী, সৌদি আরবের ক্লাবে সইও সম্পূর্ণ হয়েছে লিওনেল মেসির। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কাতার বিশ্বকাপের পরই বিশাল অর্থে সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন লিওনেল মেসিও। আর্জেন্টিনা অধিনায়ক বিশ্বকাপের পরই পিএসজি ছাড়তে পারেন বলে আলোচনা হয়েছিল। কাতারে মেসির সঙ্গে দেখা করেন ডেভিড বেকহ্য়াম। আমেরিকার মেজর লিগ সকারে মেসির খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল। আর্জেন্টিনার হয়ে মেসি বিশ্বকাপ জিততেই অবশ্য পরিস্থিতি বদলে যায়। পিএসজি-র তরফে জানিয়ে দেওয়া হয় মেসি এই ক্লাবেই থাকছেন। তাঁর সঙ্গে চুক্তি নবীকরণের পথও খোলা ছিল। তবে কিছুদিন আগেই লিওনেল মেসির বাবা জর্জ, পিএসজি ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, মরসুম শেষে ক্লাব ছাড়ছেন লিও। পিএসজির চ্য়াম্পিয়ন্স লিগের স্বপ্ন পূরণ না হওয়ায় মেসিকে রাখার বিষয়ে তারাও আগ্রহী নয়। বার্সেলোনার পক্ষেও মেসিকে নেওয়া সম্ভব নয়। এই সুযোগকেই কাজে লাগাতে মরিয়া ছিল সৌদি আরবের ক্লাব।
সংবাদ সংস্থা এএফপিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাব কর্তা বলেছেন, ‘মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী মরসুমে ও সৌদি আরবেই খেলবে। এই চুক্তি ব্য়তিক্রমী। চুক্তির অঙ্কটাও অকল্পনীয়। কিছু ছোট ছোট বিষয় বাকি রয়েছে। সে কারণেই এখনই সরকারি ঘোষণা হবে না।’ বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে ৩০ জুন অবধি চুক্তি রয়েছে লিও মেসির। পিএসজি যে চুক্তি বাড়াবে না, নিশ্চিত। পিএসজি সূত্রের খবর, ‘মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর হলে এতদিনে সেটা হয়ে যেত।’ আল নাসেরে ২০২৫ সাল অবধি পর্তুগিজ তারকা রোনাল্ডোর সঙ্গে ৪০০ মিলিয়ন ইউরোর চুক্তি হয়েছিল। লিওনেল মেসির চুক্তির অঙ্ক আরও অনেক বেশি বলেই সৌদি ক্লাব সূত্রে খবর।





