কোভিড জয় করে মাঠে ফিরছেন সুয়ারেজ

করোনা যুদ্ধ জয় করে মাঠে ফিরছেন উরুগুয়ের স্ট্রাইকার লুই সুয়ারেজ (Luis Suarez)। জানাল অ্যাটলেটিকো মাদ্রিদ ক্লাব (Atletico Madrid)।

কোভিড জয় করে মাঠে ফিরছেন সুয়ারেজ
কোভিড জয় করে আবার মাঠে ফিরছেন উরুগুয়ের স্ট্রাইকার লুই সুয়ারেজ। ছবি সৌজন্যে - টুইটার (সুয়ারেজ)
Follow Us:
| Updated on: Dec 04, 2020 | 3:57 PM

TV9 বাংলা ডিজিটাল – করোনা ভাইরাস থাবা বসিয়েছিল তাঁর শরীরেও। কিন্তু তিনি জয় করলেন কোভিড ১৯। আবার মাঠে ফিরছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুই সুয়ারেজ (Luis Suarez)। অ্যাটলেটিকো মাদ্রিদের (Atletico Madrid) পক্ষ থেকে জানানো হয়েছে, সুয়ারেজের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ। আবার দলের অনুশীলনে ফিরছেন এই তারকা স্ট্রাইকার।

৩৩ বছরের স্ট্রাইকার সুয়ারেজ করোনা আক্রান্ত হয়েছিল গত মাসে। জাতীয় দলের হয়ে খেলার সময় তাঁর কোভিড টেস্ট হয়। সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। স্বভাবতই তারপর থেকে আর মাঠে নামা হয়নি সুয়ারেজের। জাতীয় দলের হয়ে কলম্বিয়া ও ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পারেননি উরুগুয়ের স্ট্রাইকার।

আরও পড়ুন – দর্শক ফিরল ফুটবল মাঠে

অ্যাটলেটিকো মাদ্রিদর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, লা-লিগা (la-liga) কমিটির পক্ষ থেকে করা কোভিড টেস্টে, সুয়ারেজের রিপোর্ট নেগেটিভ। শুক্রবার থেকে মূল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। শনিবারই লা লিগায় ঘরের মাঠে রিয়াল ভালাদোলিদোর বিরুদ্ধে ম্যাচ অ্যাটলেটিকোর। এই ম্যাচে সুয়ারেজের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। কোভিড যুদ্ধ জেতার পর, ম্যাচ ফিট হয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে সুয়ারেজের। তবে আগামী সপ্তাহ থেকে তিনি প্রথম দলে থাকবেন বলেই আশা অ্যাটলেটিকো সমর্থকদের।